1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল লিক বন্ধ করতে সাফল্যের দাবি করছে বিপি

১৭ জুলাই ২০১০

অবশেষে সাফল্য পেল বিপি৷ মেক্সিকো উপসাগরের সাগরতলে তেল লিক বন্ধ হয়েছে বলে দাবি শোনা যাচ্ছে৷ কিন্তু, কড়া নজরদারি দরকার বলেছেন ওবামা৷

https://p.dw.com/p/ONk6
BP,Oil,Obama,mexico,USA,Seaতেল লিক,সাফল্য,ওবামা,প্রেসিডেন্ট, বিস্ফোরণ,বদনাম,বিপি,ফুটো, শেয়ার,অ্যামেরিকা
পঁচাত্তর টন ওজনের এই ঢাকনাই শেষ পর্যন্ত কাজ করেছেছবি: AP

ভয়াবহ দূষণ অবশেষে থেমেছে

গত ২০ এপ্রিল শুরু হয়েছিল সমুদ্রতলে আকরিক তেলের লিক হওয়া৷ তারপর থেকে বহু চেষ্টা চালানো হয়েছিল৷ কিন্তু কিছুতেই বিস্ফোরণে ফুটো হয়ে যাওয়া তেলের পাইপটি বন্ধ করা সম্ভব হচ্ছিল না৷ ছড়িয়ে পড়ছিল দূষণ৷ সামুদ্রিক প্রাণীদের করুণ অবস্থা৷ পরিবেশের ভয়ংকর ক্ষতি৷ চতুর্দিকে বিক্ষোভ৷ ব্রিটিশ তেলসংস্থা বিপি-র বিশ্বজোড়া বদনাম৷ শেয়ারের চরম পতন৷ একের পর এক দুঃসংবাদ৷ অবশেষে বৃহস্পতিবারে সেই ফুটোয় শক্তপোক্ত ঢাকনা পরিয়ে তাকে বন্ধ করতে সাফল্য পেয়েছে বিপি৷ তারপর টানা চব্বিশ ঘন্টা একেবারে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণের পর বোঝা গেছে, আর তেল লিক করছে না সমুদ্রে৷ আপাতত তাই স্বস্তি৷

বিপি কী বলছে

বিপির উত্পাদন এবং পর্যবেক্ষণ দপ্তরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়েলস শুক্রবার রাতে হাউস্টনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তেল লিক বন্ধ করতে সাফল্য পাওয়ার সর্বশেষ সংবাদ নিয়ে৷ ওয়েলস বলছেন, সমুদ্রের তলায় কয়েকটি বিশেষ পর্যবেক্ষণকারী রোবটকে নামানো হয়েছে এই ফুটো বন্ধ করার পর৷ প্রতি মুহূর্তে তারা রিপোর্ট আর ছবি পাঠাচ্ছে৷ তাতে টানা চব্বিশ ঘন্টা নজর রেখে দেখা গেছে, কোনরকম তেল আর ওই ফুটো থেকে বেরোতে পারছে না৷ তার মানে সত্যিই কার্যকরী হয়েছে নতুন ঢাকনা৷ বন্ধ হয়েছে তেলদূষণ৷ হাঁপ ছেড়ে বেঁচেছে বিপি কর্তৃপক্ষ৷

NO FLASH Golf von Mexiko Öl Umweltkatastrophe BP
সাগরতলে সফল ঢাকনা বসানোর কাজ যখন চলছে৷ছবি: AP

ওবামার সংশয় কিন্তু যায় নি

সাফল্যকে স্বাগত জানালেও দ্বিধা এখনও যায়নি বিষয়টিকে ঘিরে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তো বিপির ওপরে খড়্গহস্ত হয়ে উঠেছিলেন এই দুর্ঘটনার পর৷ শুক্রবার তিনি এই লিক বন্ধ হওয়ার খবরের প্রতিক্রিয়ায় সাফল্যকে স্বাগত জানিয়েছেন বটে, কিন্তু সেইসঙ্গে বলতে ছাড়েন নি যে আরও নজরদারি দরকার৷ পুরোপুরি নিশ্চিত হতে হবে এবং এই লিক বন্ধ করতেই হবে শতকরা একশোভাগ৷ বস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই তেল লিক সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ৷ কয়েক মিলিয়ন গ্যালন আকরিক তেল সমুদ্রের জলে মিশে যাওয়ায় পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার সমাধান পেতে এখন বহু বহু বছর লেগে যাবে৷ তাই ওবামার এই সতর্কবাণী একটুও অযৌক্তিক নয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম