1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তুই আলোর তারা'

১১ অক্টোবর ২০১৩

‘‘বাবা, কী করো? – কিচ্ছু না রে মা, এমনি বসে আছি৷ সন্ধ্যা হলেই তুমি বারান্দায় এসে বসে থাকো কেন? লাইট জ্বালাই? থাক না মা৷ অন্ধকার তো ভালো লাগছে৷'' এবারের ব্লগওয়াচে থাকছে পরিবারের সুনিবিড় বন্ধনের কথা, সুখ-দুঃখের চেনা গল্প৷

https://p.dw.com/p/19xxV
"Spitzenvater des Jahres" Eric Freywald zeigt sich am 07.03.2013 in Berlin am Rande einer Pressekonferenz zur Preisverleihung "Spitzenvater des Jahres" mit seiner Tochter Jette. Zur Förderung der Männeremanzipation würdigt das Unternehmen Mestemacher moderne Männer, die sich für ihre Kinder einsetzen und ihrer Ehefrau den Rücken freihalten. Foto: Jens Kalaene/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

সামহোয়্যার ইন ব্লগে গল্পটি লিখেছেন সাবরিনা সিরাজী৷ গল্পের নাম ‘মা' গল্পের ছোট্ট মেয়েটির মা নেই৷ বড় অসময়ে তিনি চলে যাওয়ায় পরিবারের কর্তা নিরালায় শোকাচ্ছন্ন, প্রকাশ্যে সদা দায়িত্বশীল৷ মায়ের আঁচল ধরে ধরে জীবনের পথ চলা শুরু করা মেয়েটি এখনো ফ্রক ছাড়েনি৷ স্কুল জীবনেই জীবনের পাঠ নেয়া হয়ে গেছে অনেকটা৷ ও জানে, বাবার অফিসে যাওয়ার সময় হলে মা সব ঠিকঠাক গুছিয়ে দিতেন, সবার অগোচরে স্বামী-স্ত্রীর মাঝে তখন ঝিলিক দিয়ে যেতো ভালোবাসার একটা মুহূর্ত, মা সংসারের ভালোমন্দ সব দেখতেন৷ তখন ছোট বলে ও লাইটের সুইচ মাটিতে দাঁড়িয়ে ‘অন' করতে পারতো না৷ এখন পারে৷ মেয়েটি জানে, মায়ের অবর্তমানে তাকেই ধরতে হবে সংসারের হাল৷ বাবাকে সুখী দেখতে, সুস্থ রাখতে মায়ের মতো এখন তাকেও হতে হবে অভিভাবক৷ এক বিষণ্ণ সন্ধ্যায় বারান্দায় বসে মেয়ের কথা শুনতে শুনতে হঠাৎ করেই বাবা আবিষ্কার করলেন, মেয়ে বড় হয়ে গেছে৷ নির্জনে, সবার অলক্ষ্যে আকাশের দিকে তাকিয়ে তিনি এতকাল স্ত্রী-র কথা ভেবে অশ্রুপাত করেছেন৷ মেয়ের দিকে তাকিয়ে আজ তিনি হাসছেন৷ তাঁর ঘরে মায়ের ছায়া হয়ে আছে আদরের মেয়েটি, আকাশে তারা হয়ে আছে জীবনের ওপারে চলে যাওয়া জীবনসঙ্গী৷ মানুষ তো এভাবেই দুঃখ ভোলে৷ জীবন তো এভাবেই বয়ে চলে, তাইনা!

সংকলন : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য