1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৈলাক্ত বর্জ্য পো নদীতে নিক্ষেপের ঘটনায় তোলপাড়

২৭ ফেব্রুয়ারি ২০১০

ইটালির পরিত্যক্ত তেল শোধনাগারের বর্জ্য পো নদীতে নিক্ষেপের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে৷ সরকারি দপ্তর গা বাঁচানোর চেষ্টা করলেও এতে বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশ বৈচিত্র্য এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/MDeY
বাঁধ দিয়ে পো নদীতে তৈলাক্ত বর্জ্যের প্রবাহ ঠেকানোর চেষ্টা করা হচ্ছেছবি: picture-alliance/dpa

ইটালির পরিবেশ মন্ত্রী স্টেফানিয়া প্রেস্টিগিয়াকোমো পো নদীতে এই তেলের বর্জ্য নিক্ষেপকে ‘পরিবেশ এবং জনগণের স্বাস্থ্যের উপর আঘাত' বলে মন্তব্য করেছেন৷ তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে ঐ অঞ্চল পরিদর্শন করেন৷ এছাড়া এই ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷

গত মঙ্গলবার মিলান শহরের কাছে একটি পরিত্যক্ত তেল শোধনাগার থেকে অজ্ঞাত অন্তর্ঘাতকরা কমপক্ষে ১০ লাখ লিটার ঘন বর্জ্য পো নদীর শাখানদী ল্যাম্ব্রোতে ঢেলে দেয়৷ এটি ঘন আস্তরণ আকারে পো নদীর কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হতে থাকে৷ এই বর্জ্য বন্যপ্রাণীর জীবনযাত্রা, মাছ চাষের অঞ্চল এবং বিশেষ করে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যময় পর্যটন এলাকা পো ব-দ্বীপের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

এই প্রেক্ষিতে দেশটির নাগরিক সুরক্ষা দপ্তর পো নদী থেকে ঐ তৈলাক্ত বর্জ্য দ্রুত সরিয়ে ফেলা এবং এর নিম্নমুখী প্রবাহ ঠেকানোর ঘোষণা দিয়েছে৷ সরকারি ঐ দপ্তরের প্রধান গিডো বের্টোলাসো বৃহস্পতিবার বলেছিলেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই বিপুল পরিমাণ আস্তরণের অধিকাংশ সরিয়ে ফেলা হবে৷'' এছাড়া পো ব-দ্বীপের কাছে পৌঁছার পূর্বেই সবটুকু আস্তরণ তুলে নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি৷ পার্মা শহরের জননিরাপত্তা বিষয়ক প্রধান গাব্রিয়েলে ফেরারি বলেন, ‘‘এই তৈলাক্ত আস্তরণ অপসারণে সবচেয়ে বড় অভিযান চালানো হবে পিয়াসেঞ্জা অঞ্চলে এবং সেখানেই এটির সবচেয়ে ঘন আস্তরণ তুলে ফেলা সম্ভব হবে৷'' তবে এক্ষেত্রে সফলতা এখন পর্যন্ত খুব সামান্যই৷

Ölpest in Italien
পো নদীতে তৈলাক্ত বর্জ্যের পরিস্থিতি পর্যবেক্ষণরত ইটালির সেনা সদস্যরাছবি: picture-alliance/dpa

ভেনেতো, পার্মা, ক্রেমোনা এবং মান্টুয়াসহ ঐ অঞ্চলে মাছ ধরার উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ ঐ অঞ্চলের ভূমিম্নস্থ পানির স্তর এবং সেচ ব্যবস্থাকেও দূষিত করবে এই তৈলাক্ত বর্জ্য বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কৃষক সংগঠন৷ এছাড়া পরিবেশবাদীরাও এই তৈলাক্ত বর্জ্যের ব্যবস্থাপনায় ঘাটতির তীব্র সমালোচনা করেছেন৷

ইটালির বৃহত্তম পরিবেশবাদী সংগঠন লেগাম্বিয়েন্টে'র প্রধান ভিট্টোরিও কগলিয়াটি ডেজ্জা এই বর্জ্য অপসারণে ‘অতিরিক্ত বিলম্ব' এবং ‘পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেওয়ার' জন্য আঞ্চলিক প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন৷ ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর ন্যাচার - ডাব্লিউডাব্লিউএফ এর মতে, এই তৈলাক্ত বর্জ্য গোটা নদীর, বিশেষ করে শীতকালীন অতিথি পাখিদের বিচরণক্ষেত্র পো ব-দ্বীপের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী