1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপুরা থেকে বিদ্যুৎ পেতে পারে বাংলাদেশ

৩১ আগস্ট ২০১০

বাংলাদেশের খুলনা ও চট্টগ্রামে দু’টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ন্থাপনে নতুন দিল্লিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/Ozyt
বিদ্যুৎ, বাংলাদেশ, ত্রিপুরা, Electricity, Bangladesh
ফাইল ছবিছবি: AP

তাঁরা মনে করেন এতে দু'দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, আর বিদ্যুতের ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হবে৷ যদিও এই বিদ্যুৎ পেতে কয়েক বছর সময় লাগবে৷

প্রতিটি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ৩২০ মেগাওয়াট৷ মাহবুবুল আলম বলেন, এই সম্পর্কের মাধ্যমে ভবিষ্যতে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির সুযোগ পেতে পারে বাংলাদেশ৷ ত্রিপুরায় বিদ্যুতের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷

তিনি বলেন, প্রতিবেশী এই দু'টি দেশের মধ্যে সু-সম্পর্ক দু'দেশের জন্যই মঙ্গল জনক৷ বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত দেশের বৃহত্তর স্বার্থে একমত হয়ে কাজ করা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই