1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিশঙ্কু ইংল্যান্ড, নিট লাভ টোরিদের, হতাশ লিব ডেম

৭ মে ২০১০

জয়জয়কার বলা যাচ্ছে না, তবে শেষ হাসি হাসতে চলেছেন ক্যামেরন৷ ব্রিটিশ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসেবে টোরিরাই উঠে আসছে৷ যদিও সংসদ হবে ত্রিশঙ্কু৷

https://p.dw.com/p/NGw9
লেবার পার্টির গর্ডন ব্রাউন (ডানে), রক্ষণশীল দলের ডেভিড ক্যামেরন (বামে)এবং লিবারাল ডেমোক্র্যাট দলের নিক ক্লেগছবি: AP

এই মুহূর্তে কী ভাবছেন নিক ক্লেগ? লিবারাল ডেমোক্র্যাটদের পালে এবার বিপুল হাওয়া বলে মন্তব্য করছিলেন যেসব বিশেষজ্ঞ, কোথায় এখন তাঁরা? সরকার গড়ার হিসেব নিকেশ কী শুরু করে দিয়েছেন ক্যামেরন আর তাঁর সঙ্গীসাথিরা?

গর্ডন ব্রাউনের শেষবেলার চেষ্টা কাজে লাগল কিছুটা, মন্তব্য মিডিয়ার৷ কারণ লেবারদের যে বিপুল ধস নামবে বলে মতামত দিচ্ছিল আগাম সমীক্ষা, ততটা ধস কিন্তু নামেনি৷ লেবাররা আসন খুইয়েছে বটে, কিন্তু মুছে যায় নি চালচিত্র থেকে৷ বরং, নির্বাচনের আগে থেকে রীতিমত প্রচারের আলোয় চলে আসা লিবারাল ডেমোক্র্যাট আর তাদের তরুণ নেতা নিক ক্লেগকে ঘিরে যাবতীয় কল্পনার আর প্রত্যাশার ফানুস অনেকটাই ফুটো হয়ে গেছে৷

আরেকটা নতুন খবর, এই প্রথম ব্রিটিশ রাজনীতির প্রধান মঞ্চে সবুজ দলের ঢুকে পড়া৷ ক্যারোলাইন লুকাস নামের পরিবেশবাদী সবুজ দলের নেত্রী ব্রিটেনের দক্ষিণে সৈকত শহর ব্রাইটন প্যাভিলিয়নের আসনটিতে লেবার প্রার্থীকে হারিয়ে সংসদে চলে এলেন৷ বিলেতি রাজনীতিতে এ এক ঐতিহাসিক ঘটনা৷ যাকে বলে মাইলফলক৷

এই প্রতিবেদন ইন্টারনেটে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ফলাফল বেরোয় নি৷ মোট আসন ৬১৫৷ টোরিদের দখলে ২৯০৷ লেবার - ২৪৭৷ লিব ডেম দাঁড়িয়ে আছে ৫১ তে৷ অন্যান্য দল মিলেমিশে দখল করেছে ২৭ টি আসন এ পর্যন্ত৷ বাকি রয়েছে ৩৫ টি আসনের ফলাফল৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে টোরিদের জিততে হবে আরও ৩৬ টা আসন, যা অবাস্তব ব্যাপার৷

সুতরাং ‘হাং পার্লামেন্ট, মানে ত্রিশঙ্কু সংসদ৷ এই হাং পার্লামেন্টে কে কার সঙ্গে জোট বাঁধবে বা সরকার গঠনের জন্য কতটা বোঝাপড়া হবে, সেই হিসেবনিকেশ এই মুহূর্তে শুরু হয়ে গেছে৷ লেবাররা প্রায় বারো বছর পর বিরোধী আসনে যাবে, তা মোটের ওপর স্পষ্ট৷ সরকার গড়তে লিব ডেম-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতেই হতে পারে কনজারভেটিভ বা টোরিদের৷

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী কী তাহলে ডেভিড ক্যামেরন ? আর সংসদে দ্বিতীয় শক্তিশালী পদ, পররাষ্ট্রমন্ত্রীর পদে কী নিক ক্লেগ? মানে, যদি টোরি লিব ডেম জোট হয়ে যায় সেক্ষেত্রেই৷ এমন অনেক কিছু নিয়েই এখন জল্পনাকল্পনা শুরু৷

তার আগে দেখা যাক, সর্বশেষ ফলাফলে কে কোথায় দাঁড়ায়৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আবদুল্লাহ আল ফারূক