1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তড়িঘড়ি কেন দেশে ফিরলেন তামিম?

১২ জুলাই ২০১৭

ইংল্যান্ডের এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ন্যাটওয়েস্ট ব্লাস্ট খেলার কথা গেল সপ্তাহেই নিশ্চিত করেছিলেন তামিম ইকবাল৷ রোববার খেললেন প্রথম ম্যাচ৷ কী এমন ঘটলো যে, তড়িঘড়ি করে সস্ত্রীক দেশে ফিরতে হলো এই টাইগার ওপেনারকে!

https://p.dw.com/p/2gOr4
Cricket England - Bangladesch - ICC Champions Trophy
ছবি: Getty Images/J. Mansfield

মাত্র চার দিন আগেই এসেক্সে পৌঁছান তামিম ইকবাল৷ এসেক্সের হয়ে তাঁর খেলার কথা ছিল আটটি ম্যাচ৷ কিন্তু মঙ্গলবার রাতেই হঠাৎ করে রওয়ানা হন দেশের উদ্দেশে৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে, যুক্তরাজ্যে ‘হেইট ক্রাইম'-এর শিকার হয়েছেন তামিমের স্ত্রী৷ আর এ কারণেই তামিম সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত এসেছেন বলেও সংবাদ প্রকাশিত হয়েছে৷ যুক্তরাজ্যে তামিমের দল এসেক্স অবশ্য বলছে, ‘ব্যক্তিগত কারণেই' দেশ ছেড়েছেন তিনি৷ তবে সেই সাথে জুড়ে দেয়া হয়েছে এই ছুটি ‘ইমিডিয়েট ইফেক্ট' অর্থাৎ তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথাও৷

তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা৷ বাংলাদেশে এ ঘটনা যেমন সাড়া ফেলেছে, তোলপাড় চলছে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও৷

বেশকিছু দিন ধরে ‘হেইট ক্রাইম'-এর শিকার হচ্ছেন যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমরা৷ সবশেষ ২১ জুন পূর্ব লন্ডনে অ্যাসিড হামলার শিকার হন দুই মুসলিম তরুণ-তরুণী৷ সেই ঘটনার উল্লেখ করে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট অজন্তা দেব রায় তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘ক'দিন আগেই এমন আরেকটা অ্যাসিড হামলা হয়েছিল লন্ডনে৷ ব্রিটেনে যেভাবে বর্ণবাদী/ইসলামবিদ্বেষী হামলার ঘটনা ঘটা শুরু হয়েছে তা আসলেই ভয়ংকর৷''

ফেসবুকে তৌহিদুল ইসলাম সুজন বলছেন, ‘‘ইংলিশরা নিরাপত্তার অজুহাতে এ দেশে আসতে চায়নি!! ইংল্যান্ডে ক্রিকেট খেলা বয়কট করা উচিত সব দেশের৷ চ্যাম্পিয়নস ট্রফির সময়ও সন্ত্রাসী হামলা হয়েছে ওখানে!''

তবে, ‘হেইট ক্রাইমের' শিকার হওয়ার তথ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং তামিম৷ নিজের অফিশিয়াল ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে ভক্তদের উদ্দেশ্যে কথাও বলেছেন তিনি

তার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় শুভাকাঙ্খীদের ধন্যবাদও দিয়েছেন তামিম৷ তিনি বলেন, ‘‘আশা প্রকাশ করছি, বাকি খেলাগুলো খেলতে দ্রুতই আবার ইংল্যান্ড ফিরে যাবো৷''

তাঁর বক্তব্যে হাঁফ ছেড়ে বেঁচেছেন অনেকেই৷ কিন্তু কোনো দৃশ্যমান কারণ ছাড়াই একটা টুর্নামেন্ট চলাকালীন দেশে ফেরত আসার ঘটনায় অনেকেই রয়েছেন সন্দেহের দোলাচলেও৷ তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

সংকলন: অনুপম দেব কানুনজ্ঞ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান