1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ডে নিহত ১, গুরুতর আহত ৮

১৪ মে ২০১০

থাইল্যান্ডে আবারো সংঘর্ষ ছড়িয়ে পড়ছে৷ বৃহস্পতিবার লালজামাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন৷ গুরুতর আহত শীর্ষ লালজামা নেতাসহ আটজন৷ অন্যদিকে থাই সরকার নমনীয়তার খোলস ছেড়ে এখন কঠোর অবস্থানে৷

https://p.dw.com/p/NN7p
নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানছবি: AP

থাইল্যান্ডের সর্বশেষ পরিস্থিতি

ব্যাংককের কেন্দ্রে বৃহস্পতিবার লাল জামাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক প্রতিবাদকারী, আহত কমপক্ষে আটজন৷ আহতদের মধ্যে এক সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন, যিনি থাকসিন সমর্থক লাল জামাদের আন্দোলনের একটি অংশের নেতৃত্ব দিচ্ছিলেন৷ প্রাক্তন মেজর জেনারেল খাট্টিয়া সাবাসদিপোল বিক্ষোভকারীদের সামরিক উপদেষ্টা ছিলেন৷ খাট্টিয়ার মাথায় গুলি লেগেছে এবং তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক৷ বর্তমানে তিনি ব্যাংককের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন৷ তাঁকে দূর থেকে গুলি করা হয়েছে, তবে কে বা কারা সেটা করেছে তা এখনো জানা যায়নি৷

Thailand Protest Politik
ছবি: AP

থাই সরকার মারমুখী ভূমিকায়

নতুন নির্বাচনের দাবিতে লাল জামারা গত দু'মাস ধরে ব্যাংককের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দখল করে আছে৷ থাই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নভেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা করে৷ কিন্তু তারপরও পরিস্থিতি আয়ত্তে না আসায় এবার বেশ কঠোর অবস্থান নিরাপত্তা বাহিনীর৷ যেকোন মূল্যে আন্দোলনকারীদের সরাতে তাই ভারী অস্ত্রশস্ত্র, সামরিক যানসহ মাঠে নেমেছে সেনাবাহিনী৷

আরো সংঘর্ষে আশঙ্কা

এই মুহূর্তে কোন পক্ষই নমনীয় নয়৷ এক আন্দোলনকারীর মৃত্যু আর খাট্টিয়া গুরুতর আহত হওয়ায় লাল জামারা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে৷ অন্যদিকে সেনাবাহিনীও মারমুখী অবস্থানে৷ ফলে আগামী কয়েকদিনে রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সহিংসতার আশঙ্কাতে ইতিমধ্যেই থাইল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাস আপাতত বন্ধ করে দেয়া হয়েছে৷ ব্রিটিশ দূতাবাসও শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়