1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ডে সরকার বিরোধীরা ই ইউ-এর সহায়তা চেয়েছে

২৯ এপ্রিল ২০১০

এদিকে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, ই ইউ’র দূত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন, এবং সঙ্কট সমাধানে তাদেরকে শান্তিপূর্ণভাবে আলোচনা চালিয়ে যাবার জন্যে আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/N9ij
বৃহস্পতিবার একটি শেডের নীচে দাঁড়িয়ে ব্যাংককের বাণিজ্যিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে থাই পুলিশছবি: AP

থাইল্যান্ডে সঙ্কট নিরসনে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে সরকার বিরোধী লাল জামা আন্দোলনকারীরা৷ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে পর্যবেক্ষক পাঠাতেও অনুরোধ জানিয়েছে তারা ইউরোপীয় ইউনিয়নকে৷

থাইল্যান্ডের সরকার বিরোধী বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী অপিসিৎ ভেজ্জাজিভার সরকারের ওপর চাপ বাড়াতেই পর্যবেক্ষক পাঠানোর জন্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার৷ সামরিক দমন অভিযান ঠেকাতে সমাবেশ স্থলে পর্যবেক্ষক পাঠানোর জন্যে ই ইউ-এর ব্যাংকক কার্যালয়ে এই আহ্বান জানায় তারা৷ ইউরোপীয় ইউনিয়নের দূত ডেভিড লিপম্যানের কাছে জরুরি আহ্বান জানিয়ে চিঠিটি লিখেছেন, ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেনস্ট ডিকটেটরশিপ (ইউডিডি)-এর চেয়ারম্যান ভিরা মুকসিকাপং৷ এই চিঠি পৌঁছে দেন ইউডিডি-র তিনজন সমর্থক৷ চিঠিতে লেখা হয়েছে, সরকার যে ব্যবস্থা নিচ্ছে তা পর্যবেক্ষণে, একটি সম্মানিত আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি পাঠানোর জন্যে, আমরা অনুরোধ জানাচ্ছি৷

Flash-Galerie Thailand Politik
থাইসৈন্যদের বিক্ষোভ দমন, ১০ই এপ্রিলের ছবিছবি: AP

বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এক সেনা নিহত ও ১৮ জন আহত হবার একদিন পরে আন্দোলনকারীরা ই ইউ-এর প্রতি এই আহ্বান জানালেন৷ সংসদ ভেঙে দেবার দাবি সহ আগাম নির্বাচনের দাবিতে একমাসেরও বেশি সময় ধরে অপিসিৎ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে লাল জামা আন্দোলনকারীরা৷

এদিকে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, ই ইউ'র দূত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন, এবং সঙ্কট সমাধানে তাদেরকে শান্তিপূর্ণভাবে আলোচনা চালিয়ে যাবার জন্যে আহ্বান জানিয়েছেন৷ ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে লাল জামা আন্দোলনকারীদের নেতারা ব্যাংককের কূটনীতিক সম্প্রদায়কে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে আহ্বান জাননোর পরিপ্রেক্ষিতেই, ই ইউ দূতের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো৷ এদিকে লন্ডন থেকে ইউরোপীয় পরিষদের বিদেশী সম্পর্ক বিষয়ক প্রতিনিধি অ্যান্থনি ডরকিন বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাজ হবে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান অর্জনে কাজ করা৷

ওদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া বিদেশী সহযোগিতার সব ধরনের সম্ভাবনার কথা বাতিল করে দিয়ে বলেছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক হস্তক্ষেপের কোন প্রয়োজন নেই৷ পরিস্থিতির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে৷ তিনি বলেন, এটি থাইল্যান্ডের খুবই অভ্যন্তরীণ ব্যাপার৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারুক