1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থার্টি ফার্স্টে ঢাকায় সাম্বা নাচের আয়োজন

৩১ ডিসেম্বর ২০১০

দেশের প্রথম জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ, যুবলীগের দ্বন্দ্বে তিনজন নিহত হওয়ার খবর সবগুলো পত্রিকার শিরোনাম হয়েছে৷ এদিকে হাইজ্যাক হওয়া বাংলাদেশি জাহাজে খাবার পানির সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/zrn0
ব্রাজিলের সাম্বা নাচ দেখা যাবে এবার ঢাকাতেওছবি: Sven Creutzmann

পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয়

খবরটি প্রায় সব পত্রিকারই প্রধন শিরোনাম হয়েছে আজ৷ তবে পরীক্ষার ফলাফল নিয়ে বেশ শঙ্কার কারণ রয়েছে৷ যেমন সমকালের মূল খবরে লেখা হয়েছে, অষ্টম শ্রেণীর গণ্ডিতেই আটকে গেল জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট এর ৩০ শতাংশ পরীক্ষার্থী৷ প্রথমবারের মত চালু হওয়া পরীক্ষায় সারাদেশের তিন লাখ ৭৬ হাজার ৫৫২ জন হোঁচট খেয়েছে৷ আর পরীক্ষায় অংশ নেয়নি এক লাখ ১৩ হাজার ২৪৮ জন৷ অন্যদিকে কালের কণ্ঠের প্রধান শিরোনাম কিশোরদের সাদামাটা ফল৷ দুটি পত্রিকাতেই প্রকাশিত আলাদা প্রতিবেদনে বলা হয়েছে যে ইংরেজি ও গণিতেই বেশিরভাগ শিক্ষার্থী খারাপ করেছে৷

যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

যুগান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্ব বিবাদের জের ধরে জেলা শহরের কলাবাগান-পবহাটী গ্রামের মাসুদ ও জাহাঙ্গীর গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে পবহাটী সৃজনী অফিসের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এসময় প্রতিপক্ষের রামদার কোপে ঘটনাস্থলে একজন নিহত হয়৷ আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়৷ বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর খবরটিকে মূল শিরোনাম করেছে৷

ছিনতাই হওয়া জাহাজের ভবিষ্যত

জাহাজটির নাবিকদের আত্মীয়দের সঙ্গে গতকাল মতবিনিময় করেন জাহাজটির কোম্পানির কর্মকর্তারা৷ ডেইলি স্টারে এই সংক্রান্ত প্রতিবেদনে লেখা হয়েছে, কোম্পানির ব্যবস্থাপক মেহেরুল করিম জানিয়েছেন জলদস্যুদরে সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছে গত ২৬ ডিসেম্বর৷ এর দুই দিন আগে জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমেদ তাঁকে জানিয়েছেন যে জাহাজে খাবার পানি ও জ্বালানির মজুদ প্রায় শেষ৷

থার্টি ফার্স্ট নাইটের আয়োজন

নতুন বছরকে বরণ করে নিতে রাজধানী ঢাকার পাঁচতারা হোটেলগুলো বিশেষ আয়োজন করেছে বলে জানিয়েছে মানবজমিন৷ আরেকটি খবরে বলা হয়েছে, অভিজাত গুলশান-বনানী এলাকাতে সন্ধ্যা থেকে শেষরাত পর্যন্ত নানা অনুষ্ঠান হবে৷ যার মধ্যে থাকছে সাম্বা ও ব্যালে নাচ পর্যন্ত৷ এছাড়া ডিজে পার্টি, ফ্যাশন শো ও কনসার্ট তো রয়েছেই৷

গ্রন্থনা: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই