1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণাঞ্চলের উন্নয়নের আশ্বাস দিলেন শেখ হাসিনা

২৩ ফেব্রুয়ারি ২০১১

সরকার বিরোধী আন্দোলনের কারণে লিবিয়ায় অবস্থানরত ২০ হাজার বাংলাদেশি ঘোর বিপদে পড়েছে৷ রয়েছে হেনার দুই ময়নাতদন্তে ফারাক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন৷ আর প্রধানমন্ত্রীর বরিশাল সফরের খবর৷

https://p.dw.com/p/10M9s
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

লিবিয়ায় বিপাকে বাংলাদেশিরা

‘লিবিয়ায় ঘোর বিপদে ২০ হাজার বাংলাদেশি' - শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ৷ লিবিয়ায় গদ্দাফিবিরোধী আন্দোলনের কারণে কমপক্ষে ২০ হাজার বাংলাদেশি ঘোর বিপদে পড়েছেন৷ সেদেশে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি৷ সংঘাতের কারণে সেখানে অবস্থানরত অনেকেই দেশে ফিরতে চাইছেন৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘বাংলাদেশিদের সরিয়ে আনার পরিকল্পনা'৷ লিবিয়ার বেনগাজিতে জিম্মি সাড়ে চারশ বাংলাদেশি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন একাধিক মন্ত্রী৷ তাছাড়া লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ সরকার৷

আবারো শিরোনামে হেনার ময়নাতদন্ত

দৈনিক সমকাল এই বিষয়টিকে মূল শিরোনামে জায়গা দিয়েছে, ‘ময়নাতদন্তের ‘ময়নাতদন্ত''৷ হেনার মৃতদেহের ময়নাতদন্তে দু'বার দুই রকম ফল পাওয়া গিয়েছিল৷ দুই তদন্তের ব্যবধান ছিল আকাশ-পাতাল৷ দৈনিক সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে-ঘটছে৷ বিশেষ করে যেকোন হত্যা মামলার আসামীরা ময়নাতদন্ত রিপোর্টে পরিবর্তন আনার চেষ্টা করে৷ অনেক সময় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়৷ এই কাজে সহায়তা করে পুলিশ প্রশাসনের অসাধু সদস্যরা৷ তাছাড়া, জেলা পর্যায়ে ময়নাতদন্তের বিশেষজ্ঞ ডাক্তার না থাকায়, অনেকসময় সঠিক তদন্ত সম্ভব হয়না৷

দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহ

‘ভোলার গ্যাসে দক্ষিণাঞ্চলের অন্ধকার দূর করবো' - জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বরিশাল সফরকালে শেখ হাসিনা একথা বলেন৷ দক্ষিণাঞ্চল অবহেলিত রয়েছে উল্লেখ করে হাসিনা জানান, লবণসহিষ্ণু জাতের শস্য উদ্ভাবনের মধ্য দিয়ে বরিশালকে আবার বাংলার শস্যভাণ্ডার হিসাবে গড়ে তোলা হবে৷ দৈনিক ইত্তেফাক মূল শিরোনামে এই খবরটি প্রকাশ করেছে৷

তামিম ইকবাল

‘পণ্যদূত তামিম' - জানাচ্ছে দৈনিক কালের কণ্ঠ৷ বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল মাঠে বেশ সফল৷ এই সফলতার কারণে বিজ্ঞাপন বাজারেও তাঁর দাম বাড়ছে৷ এখন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনেও দেখা যাবে তামিমকে৷ আর আগে থেকেই পেপসি এবং নোকিয়ার সঙ্গে চুক্তি রয়েছে তাঁর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী