1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণে সমুদ্রের দিকে আয়তন বাড়ছে সুন্দরবনের

২০ সেপ্টেম্বর ২০১০

প্রতি ৫০ বছরে বাড়ছে পাঁচ বর্গকিলোমিটার৷ পরিবেশ ও প্রাণী বিজ্ঞানী ড. রেজা খান এ তথ্য দিয়ে বলেন, সুন্দরবনকে স্বাভাবিক রাখতে মানুষের হস্তক্ষেপ বন্ধ করতে হবে৷ যা বন্ধ হলেই, সুন্দরবন তার বিপর্যয় সামলে নেবে নিজে থেকে৷

https://p.dw.com/p/PHb4
বনভূমিছবি: picture-alliance / OKAPIA

বাংলাদেশের সুন্দরবনের আয়তন ছয় হাজার বর্গকিলোমিটার৷ জলবায়ু পরিবর্তন আর গাছ কেটে বন উজাড় করায়, সুন্দরবনের অস্তিত্ব আজ অনেকটা হুমকির মুখে৷ বিশেষ করে উত্তরের জনবসতি সুন্দরবনকে গ্রাস করছে৷ কিন্তু এরমধ্যেও আশার খবর, পৃথিবীর একমাত্র এই ম্যানগ্রোভ অরণ্যের আয়তন দক্ষিণে সমুদ্রের দিকে বাড়ছে বলে জানিয়েছেন পরিবেশ ও প্রাণী বিজ্ঞানী দুবাই চিড়িয়াখানার কিউরেটর ড. রেজা খান৷ তাঁর মতে, প্রতি ৫০ বছরে তিন থেকে পাঁচ বর্গকিলোমিটার বিস্তৃত হচ্ছে এই বন৷ ড. রেজা খান এ বিষয়ে ঢাকায় কথা বলেন ডয়চে ভেলের সঙ্গে৷

ড. খান বলেন, গাছপালা এবং জীব বৈচিত্রে অনন্য এই সুন্দরবন৷ রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও আকর্ষণ করার মতো অনেক সম্পদ আছে এই বনের৷ তিনি জানান, সুন্দরবনের প্রধান শত্রু এখন মানুষ৷ তাই মানুষের হাত থেকে বাঁচিয়ে সুন্দরবনকে প্রকৃতির হাতে ছেড়ে দিতে হবে৷ আর সুন্দরবন এলাকার মানুষের জন্য ব্যবস্থা করতে হবে বিকল্প কর্মসংস্থানের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ