1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচকে ঘিরে টানটান উত্তেজনা

১৯ মার্চ ২০১১

বাংলাদেশের মানুষ আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচের প্রহর গুনছেন৷ সংবাদ মাধ্যমেও তার প্রতিফলন দেখা যাচ্ছে৷ প্রকাশিত হয়েছে ম্যাচের পূর্বাভাষ, আগাম বিশ্লেষণ সহ প্রতিবেদন৷

https://p.dw.com/p/10cQM
আজকের খেলাকে ঘিরে অনেক আশাছবি: bdnews24.com

বিশ্বকাপ ক্রিকেট

আজ ঢাকায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ সম্পর্কে আগাম মন্তব্য করেছে দৈনিক ইত্তেফাক, প্রথম আলো সহ একাধিক দৈনিক৷ ২০০৭ সালের ৭ এপ্রিল গায়ানায় দক্ষিণ আফ্রিকার অহম দুমড়ে মুচড়ে দিতে পেরেছিল টাইগাররা, আজ বাঁচা-মরার লড়াই সামনে, আবার সেই দক্ষিণ আফ্রিকা৷ তবে গায়ানা থেকে মিরপুর এই চার বছরে বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন হয়েছে অনেক৷ উত্থান-পতনের মধ্য দিয়ে ক্রিকেটের গান গেয়ে চলেছে সাকিব আল হাসানের বাহিনী৷ গায়ানা থেকে বয়ে আনা সেই স্মৃতিকে সঙ্গে নিয়ে ঠিক চার বছর পর আবারো বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা৷ বাংলাদেশের পিঠ ঠেকে গেছে দেয়ালে৷

প্রথম আলো লিখেছে, সহজ হিসাব৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুঃস্বপ্নের এক বিকেল বাংলাদেশকে সব জটিলতা থেকে মুক্তি দিয়ে দিয়েছে৷ নেট রানরেট-টেট অন্যরা হিসাব করে মরুক৷ আমাদের ওসব ঝামেলা নেই৷ সোজা হিসাব – চারটি ম্যাচ জেতো, উঠে যাও কোয়ার্টার ফাইনালে৷ বাঁকা একটা পথও ছিল৷ নিজেদের পায়ে কুড়াল মেরে সেই পথেও ব্যারিকেড দিয়ে দিয়েছে ওই ওয়েস্ট ইন্ডিজই৷ আজ দক্ষিণ আফ্রিকা ম্যাচটা শেষ পর্যন্ত তাই জীবন-মরণ লড়াই৷ জিতলে কোয়ার্টার ফাইনাল৷ হারলে বাংলাদেশের বিশ্বকাপ শেষ৷

Indien Premierminister Manmohan Singh Sheikh Hasina
‘শেখ হাসিনার বিদেশ সফরের সাফল্য বাস্তবায়ন নিয়ে সমস্যা রয়েছে’ছবি: UNI

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল নিয়ে প্রশ্ন

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম ‘প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল মিলছে না'৷ তাতে দাবি করা হয়েছে, যে গত ২২ মাসে বিদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭টি দেশের সঙ্গে অন্তত ৫৭টি সিদ্ধান্তসহ বিভিন্ন চুক্তি সম্পাদন করলেও আমলাতন্ত্রের ফাঁদে আটকে পড়েছে সেসব উদ্যোগের বাস্তবায়ন৷ সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারক এবং নানা সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি সামান্যই৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম কালের কণ্ঠকে জানিয়েছেন, যে তিনি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন৷ পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস অভিযোগ করেছেন, যে অনেক মন্ত্রণালয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি অন্য দেশের সঙ্গে যোগাযোগ করে৷

সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়