1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকা-হল্যান্ড, পাকিস্তান-ক্যানাডা

৩ মার্চ ২০১১

ভারতের বেঙ্গালুরে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দক্ষিণ আফ্রিকা-হল্যান্ড ম্যাচ৷ নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে ২৯২ রান তুলতে পেরেছিল হল্যান্ড৷

https://p.dw.com/p/10Sf4
ইংল্যান্ডে বিরুদ্ধে অসাধারণ জয় উদযাপন করছে আয়ারল্যান্ডছবি: AP

আর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হল্যান্ড করেছিল মাত্র ১১৫ রান৷

পরের খেলা বাংলাদেশ সময় বিকেল তিনটায়৷ পাকিস্তান আর ক্যানাডার মধ্যে৷ ক্যানাডা ইতিমধ্যে তাদের প্রথম দুটি খেলা বিশাল ব্যবধানে হেরেছে৷ প্রথমটি শ্রীলঙ্কার কাছে ২১০ রানে আর পরেরটি জিম্বাবোয়ের কাছে ১৭৫ রানে৷ এদিকে ঠিক উল্টো ঘটনা পাকিস্তানের ক্ষেত্রে৷ তারা প্রথম খেলায় কেনিয়াকে হারিয়েছে ২০৫ রানে আর শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়েছে ১১ রানে৷ এই খেলার পর পাকিস্তানের আত্মবিশ্বাস এখন তুঙ্গে৷ বিশেষ করে বিশ্বকাপের শুরুতে পাকিস্তান দল নিয়ে ততটা আলোচনা না হলেও এখন সেটা হচ্ছে৷

আইরিশ রূপকথা

ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের জয়ের কথা ভাবেনি কেউ৷ কারণ বিশ্বের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড৷ আগের ম্যাচেই তারা ভারতকে চমকে দিয়েছিল৷ ভারতের করা ৩৩৮ রান তাড়া করে ম্যাচ টাই করেছিল ইংল্যান্ড৷ আর আয়ারল্যান্ড বাংলাদেশের ২০৫ রানই টপকাতে পারেনি৷ সেই আয়ারল্যান্ড ৩২৭ রান টপকে যাবে সেটা ছিল কল্পনারও অতীত৷ বিশেষ করে ১১১ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর৷

কিন্তু ক্রিকেট সম্পর্কে যে কথাটা বলা হয় যে, চরম অনিশ্চয়তার খেলা হলো ক্রিকেট৷ সেটা আবার প্রমাণিত হলো৷ কেভিন ও'ব্রায়েন করে ফেলেন বিশ্বকাপের দ্রুততম শতক, ৫০ বলে৷ যে রেকর্ড আগে ছিল অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের, ৬৬ বলে৷ এছাড়া আরেকটি রেকর্ড হয়েছে কালকের ম্যাচে৷ সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড৷ এর আগে ১৯৯২ সালে জিম্বাবোয়ের করা ৩১২ রান টপকে গিয়েছিল শ্রীলঙ্কা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী