1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধী দলের ভূমিকা কেমন হবে?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ জানুয়ারি ২০১৪

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শিরীন শারমিন চৌধুরী স্পিকার ও ফজলে রাব্বী ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন৷ নির্বাচন বর্জন করায় এবার সংসদে নেই দেশের দু’টি প্রধান রাজনৈতিক দলের একটি বিএনপি৷

https://p.dw.com/p/1AzAN
Bangladesch Parlament Gebäude in Dhaka
ছবি: AP

বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে৷ অধিবেশনের শুরুতেই ড.শিরীন শারমিন চৌধুরী ও ফজলে রাব্বী'র নাম স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করা হলে কণ্ঠ ভোটে তা পাশ হয়৷ এরপর সংসদ অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করেন বিদায়ী ডেপুটি স্পিকার৷ আর বিরতির মধ্যে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি৷ ড.শিরীন শারমিন চৌধুরী দ্বিতীয় মেয়াদে স্পিকার হলেন৷ তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার৷

বিরতির পর নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথা অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ৷

এবার সংসদে বিরোধী দল জাতীয় পার্টি৷ আর বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ৷ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেছেন, তাঁরা সংসদে ইতিবাচক ভূমিকা রাখবেন৷ সরকারের ভাল কাজে সহযোগিতা করবেন৷ আর খারাপ কাজের সমালোচনা করবেন৷ তিনি বলেন, জাতীয় পার্টি ইতিবাচক রাজনীতি উপহার দিতে চায়৷ তাঁদের দলের কয়েকজন সদস্য সরকারে থাকলেও বিরোধী দল হিসেবে তাদের ভূমিকায় কোন ঘাটতি থাকবেনা বলে জানান তিনি৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, সংসদে একটি কার্যকর এবং শক্তিশালী বিরোধী দল প্রয়োজন৷ আর তা যদি হয় তাহলে সংসদে তর্ক-বিতর্ক এবং বিকল্প প্রস্তাবের মধ্য দিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক প্রক্রিয়া সচল থাকে৷ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা অনেক কাজে আসে৷ আর আইন প্রণয়ন এবং বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের কার্যকর অবস্থান স্বচ্ছতা নিশ্চিত করে৷

এবার বিরোধী দল জাতীয় পার্টি সরকারেও থাকায় তারা বিরোধী দলের এই ভূমিকা পালন করতে পারবেনা বলে মনে করেন অধ্যাপক মজুমদার৷ তবে অতীতেও কোন বিরোধী দল এই ভূমিকা সঠিকভাবে পালন করেছে বলে তিনি মনে করেন না৷

তিনি আরও বলেন, অতীতে বিরোধী দলের অনুপস্থিতি জনিত সমস্যায় পড়েছে সংসদ৷ এবার হাস্যকর শোনালেও বিরোধী দলের উপস্থিতি জনিত সমস্যায় পড়তে পারে সংসদ৷

এদিকে বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, দশম সংসদের অধিবেশন বসেছে৷ সাংবিধানিক গোঁজামিল দিয়ে এই সংসদ এবং মন্ত্রিসভা গঠন করা হয়েছে৷ বিএনপি আগামী শনিবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে৷ বুধবার কালো পতাকা মিছিলে বাধা, গুলি করে করে হত্যা এবং হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি দেয় বিএনপি৷ ঢাকায় শনিবার সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হবে৷ আর বিএনপি'র চেয়ারপার্সন দু'একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন৷

এই সংসদে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগের ২৩১, জাতীয় পার্টির ৩৪, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদ ৫, জেপি ২, তরিকত ফেডারেশন ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬ জন সদস্য রয়েছেন৷ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২টি আসনের গেজেট এখনো প্রকাশিত হয়নি৷ বিএনপিসহ ১৮ দল ৫ই জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য