1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সফল বাংলাদেশের কথা

২৭ মার্চ ২০১৪

ফ্রান্সের একটি ক্রেডিট সংস্থা দশটি সম্ভাবনাময় অর্থনীতির তালিকা তৈরি করেছে৷ এর মধ্যে বাংলাদেশও রয়েছে৷ ঐ সংস্থা মনে করে, এই দশটি দেশ ব্রিকসকেও ছাড়িয়ে যাবে৷

https://p.dw.com/p/1BW62
ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা হচ্ছে ব্রিকস-এর (বিআরআইসিএস) সদস্য৷ ফ্রান্সের ‘কোফাস' সংস্থা বলছে, চলতি বছরে ব্রিকস দেশগুলোর গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ, যেটা গত ১০ বছরের গড়ের তুলনায় কম৷ অন্যদিকে, তালিকায় স্থান পাওয়া নতুন দশটি দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে৷

এই দশটি দেশকে আবার দুই ভাগে ভাগ করেছে কোফাস৷ প্রথম ভাগে রয়েছে পেরু, ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, কলম্বিয়া আর শ্রীলঙ্কা৷ ব্রিকস-এর মতো এই দেশগুলোর সংক্ষিপ্ত নাম দেয়া হয়েছে পিপিআইসিএস৷ এই দেশগুলোর ক্ষেত্রে কোফাস-এর বক্তব্য হলো, এ সব দেশের যেমন ভালো সম্ভাবনা রয়েছে তেমনি সেখানে ব্যবসার পরিবেশও ভালো৷

কোফাস-এর দ্বিতীয় তালিকায় রয়েছে বাংলাদেশের নাম৷ সঙ্গে কেনিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়া ও ইথিওপিয়া৷ কোফাস বলছে, এসব দেশের সম্ভাবনা আছে, কিন্তু ব্যবসার পরিবেশ ‘খুবই খারাপ' হওয়ায় সেই সম্ভাবনা ব্যাহত হতে পারে৷ তবে ২০০১ সালে ব্রাজিল, চীন, ভারত ও রাশিয়ায় সরকার ব্যবস্থার যে অবস্থা ছিল সেটা এখনকার বাংলাদেশ, কেনিয়া, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও ইথিওপিয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য