1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দারিদ্র্য বিমোচনে পিছিয়ে দক্ষিণ এশিয়া

৩ আগস্ট ২০১০

দারিদ্র্য বিমোচন ও ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে পিছনে পড়ে আছে দক্ষিণ এশিয়া৷ ফলে জাতিসংঘের মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রার দুই প্রধান লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে৷

https://p.dw.com/p/Ob5O
বাবা-মা কাজে গেছে, ছোট ভাইটিকে দুধ খাওয়াচ্ছে বোন৷ দারিদ্র্যসীমার নীচে এরকম হাজারো পরিবার রয়েছে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেছবি: AP

মঙ্গলবার জাকার্তায় ঐ অঞ্চলের মন্ত্রীদের এক পর্যালোচনা বৈঠকে একথাই বললেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা৷ মন্ত্রীরা মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বর্তমান অবস্থা পর্যালোচনা করতেই বৈঠকে মিলিত হয়েছেন৷ কিছু কিছু ক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নতি হলেও দারিদ্র্য বিমোচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যটি অর্জনে বড় রকমের ফাঁক রয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে৷

জাকার্তার এই বৈঠকে ১২টি দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন৷ জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের জানিয়ে দেন যে, সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকট ২০১৫ সালের মধ্যে উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো অর্জনের কাজ ব্যাহত করছে৷ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল শা ইউ কাং বলেন, পুর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া চরম দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে৷ কিন্তু এশিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ জায়গায় ২০১৫ সালের মধ্যে চরম দরিদ্রদশা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য পূরণ না হবার আশঙ্কা রয়েছে৷ শা ইউ কাং বলেন, এমনকি ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে সেখানে বুভুক্ষা পীড়িত মানুষের সংখ্যা সামান্য বেড়েছে৷ দারিদ্র্য বিমোচনসহ উন্নয়নের অন্যান্য লক্ষ্যে পৌঁছতে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকারকে আরও বেশি কাজ করার আহ্বান জানান৷ তিনি অবশ্য বলেন, ‘‘২০১৫ সাল আসতে মাত্র ৫ বছর বাকি আছে৷ এ অবস্থায় এতে নতুন করে কোনো পরিবর্তন আনা কঠিন ব্যাপার৷''

আগামী মাসে মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অবস্থা নিয়ে নিউ ইয়র্কে বসবে বিশ্ব শীর্ষ সম্মেলন৷ তার আগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রীরা গোটা পরিস্থিতির একটা পর্যালোচনা করার সুযোগ পেলেন৷

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট বয়েডিয়োনো বলেন, ‘‘বিশ্বব্যাপী আর্থিক মন্দা এই লক্ষ্য পূরণকে কঠিন করে তুলেছে৷'' তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলো কিছুটা এগিয়ে গেলেও সেখানে বড় ধরণের অসমতা রয়েছে৷ আবার উন্নত দেশগুলোর আর্থিক সঙ্কটের প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশগুলোতে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক