1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির কাছে অ্যাম্বুলেন্স বিমান দুর্ঘটনার তদন্ত শুরু

২৬ মে ২০১১

বুধবার রাত্রে দিল্লির কাছে ফরিদাবাদে একটি অ্যাম্বুলেন্স বিমান আবাসিক এলাকায় ভেঙে পড়ে৷ তাতে মারা যায় ১০ জন৷এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়৷ বিমান চলাচলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে৷

https://p.dw.com/p/11OZd
ফরিদাবাদে একটি অ্যাম্বুলেন্স বিমান আবাসিক এলাকায় ভেঙে পড়েছবি: AP

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক দপ্তর অ্যাম্বুলেন্স বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৬ সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে৷ মন্ত্রণালয়ের সচিব নাসিম জাইদি সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এই তদন্ত কমিটি নিয়োগ করেছে৷ প্রাথমিক তদন্তে দমকা ঝড় বা বিমানের যান্ত্রিক গোলযোগ সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে৷ বেসামরিক বিমান চলাচল দপ্তরের নির্দেশালয়ের ইন্সপেক্টর অফ এনকোয়ারি দুর্ঘটনা স্থল থেকে বিমানের ধ্বংসাবশেষের টুকরো ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন৷

গতকাল ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ পাটনা থেকে গুরুতর অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বিমানটি দিল্লির একটি হাসপাতালে আসছিল৷ দিল্লি বিমানবন্দরে নামার মিনিট ১৫ আগে বিমানটি ফরিদাবাদের আবাসিক এলাকার একটি দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ে৷ বিমানে ছিল রোগির আত্মীয়পরিজন ও দুজন পাইলট নিয়ে ৯জন৷ মারা যায় বিমানের সাতজন এবং যে বাড়িতে ভেঙে পড়ে সেই বাড়ির তিনজন মহিলা৷ মোট ১০জন৷ জনৈক প্রত্যক্ষদর্শীর বিবরণ, বিমানটি ছাদে আছড়ে পড়ে, প্রচণ্ড বিস্ফোরণ হয়, আগুন ধরে যায়৷ সুইস-নির্মিত এই বিমানটি ছিল এক ইঞ্জিনের টার্বো৷ এয়ার চার্টার সার্ভিস কোম্পানি চালাতো এই বিমান অ্যাম্বুলেন্স৷

হালে পরপর কয়েকটি বিমান দুর্ঘটনার পর জনমনে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷ তদন্ত কমিটিতে বাইরের নিরপেক্ষ বিশেষজ্ঞদের সামিল করার দাবি উঠেছে৷ কারণ বিমা কোম্পানির ক্ষতিপূরণে দিকে লক্ষ্য রেখে তদন্ত রিপোর্টে হেরফেরের অভিযোগ উড়িয়ে দেয়া যায় না বলে মনে করছেন পর্যবেক্ষকরা৷

অন্যদিকে, গত কয়েক মাসে জাল কমার্শিয়াল পাইলট লাইসেন্স কেলেঙ্কারিতে পুলিশ গ্রপ্তার করে ১৫জন পাইলট, বেসামরিক বিমান চলাচল দপ্তরের তিনজন আধিকারিক এবং তিনজন দালালকে৷ পাইলট পরীক্ষার মার্কশিট জাল করে এরা লাইসেন্স জোগাড় করেন৷ এর প্রেক্ষিতে সরকার একবছরের তিন হাজার কমার্শিয়াল পাইলট লাইসেন্স নতুন করে পরীক্ষা করছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক