1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লি কমনওয়েলথ গেমস ২০১০ শুরু মহা সমারোহে

৩ অক্টোবর ২০১০

সব সমালোচনা পেছনে ফেলে আজ জাঁকজমকের সঙ্গে শুরু হয়ে গেল ১১-দিন ব্যাপী ১৯-তম দিল্লি কমনওয়েলথ গেমস৷ উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল প্রিন্স চার্লসকে পাশে নিয়ে৷

https://p.dw.com/p/PTMw

ক্রীড়া স্টেডিয়ামগুলিসহ রাজধানী দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে৷

নানা বিতর্ক ও সমালোচনার বেড়া ডিঙ্গিয়ে মোট ৭১টি দেশের খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে মোট ৬৭০০ ক্রীড়াবিদ অবশেষে গেমসে যোগ দেন৷ তুমুল করতালি ও উল্লাসের সঙ্গে আলো ঝলমল মূল ক্রীড়াঙ্গন জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রতিভা দেবি সিং পাটিল, প্রিন্স চার্লসকে পাশে নিয়ে৷ রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে প্রিন্স চার্লস রানির বার্তা পড়ে শোনান৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট, কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট ও অন্যান্য গণ্যমান্য অতিথিরা৷ এরপর প্রথাগত রীতি অনুযায়ী জাতীয় পতাকা হাতে প্রতিটি দেশের প্রতিনিধিত্বকারি দল মার্চপাস্ট করে যান স্টেডিয়ামে৷ ভারতের পতাকা বহন করেন অলিম্পিক সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা৷ ভারতীয় দলে আছেন ৬১৯জন খেলোয়াড়৷

এরপর শুরু হয় ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক বর্ণাঢ্য অনুষ্ঠান৷ আলো, ধ্বনি, সঙ্গীত ও নৃত্যে তুলে ধরা হয় ভারতীয় সংস্কৃতির এক বিশাল ক্যানভাস৷ থিম সং–এর উপস্থাপক ও সুরকার অস্কারজয়ী এ.আর রহমান৷ অনুষ্ঠানের নেপথ্যে ধ্বনিত হয় ধর্মীয় বিবিধতার প্রতীক হিসেবে বৈদিক স্তোত্র, আজান ও বৌদ্ধ মন্ত্রের আবহ সুর৷

Indien Commonwealth Games New Delhi Flash-Galerie
উদ্বোধনী অনুষ্ঠানের মনোরম দৃশ্যছবি: AP

স্টেডিয়ামের ভেতরে-বাইরে এবং শহরের চারদিকে গেমসের প্রতীক চিহ্ন শেরা৷ সব থেকে নজর কাড়ে স্টেডিয়াম জোড়া বিশাল হিলিয়াম বেলুন অ্যারোস্টাট৷ তাতে লাগানো ক্যামেরায় ফুটে ওঠে স্টেডিয়ামের ভেতরের ও বাইরের ছবি৷ গেমসের ১৭টি ইভেন্ট হবে রাজধানী এলাকার ১২টি স্টেডিয়ামে৷ উদ্বোধনের দিনে আজ দিল্লির সব দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি সরকারি আদেশে বন্ধ৷

সন্ত্রাস ও নাশকতার সম্ভাবনা দিকে তাকিয়ে দিল্লি মহানগরী আজ দূর্গ৷ গেমসের চৌহদ্দিতে বহুস্তরীয় নিরাপত্তা বলয়৷ মাছি গলারও সুযোগ নেই৷ ভিআইপিদেরও তল্লাশি করা হয়৷ দিল্লিতে মোতায়েন পুলিশ, আধা সামরিক বাহিনী , সাদা পোষাকের পুলিশ ও কমান্ডোসহ প্রায় দেড় লাখ নিরাপত্তা কর্মী৷ আকাশপথে নজরদারিতে রয়েছে হেলিকপ্টার, চালকবিহীন বিমান৷ রয়েছে ডগ ও বম্ব স্কোয়াড৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন