1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার গুণ বেতনবৃদ্ধি!

৪ ডিসেম্বর ২০১৫

পাঁচ নয়, দশ নয়, বিশ নয় – এক ধাক্কায় চারশো শতাংশ বেতন বাড়লে আপনি কী করতেন? খবরটা বিশ্বাস করাই কঠিন হতো, তাই না? কিন্তু ভারতের দিল্লি বিধানসভার সদস্যদের বেতন সত্যি এই অবিশ্বাস্য হারে বাড়তে চলেছে৷

https://p.dw.com/p/1HHNg
ছবি: Reuters/A. Mukherjee

India's problem with corruption

দিল্লির রাজ্য সরকার এই প্রস্তাব অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে৷ সিদ্ধান্ত চূড়ান্ত হলে ভারতের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের তুলনায় এই এমএলএ-রা বেশি বেতন পাবেন৷ রাজ্য বিধানসভায় এই প্রস্তাব এত দ্রুত অনুমোদিত হওয়ায় দলের নেতা ও দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই কটাক্ষ করেছেন৷

বিরোধী কংগ্রেস দলের নেতা অজয় মাকেন শ্লেষ-মাখানো এক টুইটে লিখেছেন, যে দলের নাম ‘আম আদমি', ক্ষমতায় আসার এক বছরের মধ্যে তারা নিজেদের বেতন বাড়িয়ে নিলো৷

এমন বিতর্কিত উদ্যোগের পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি শোনা যাচ্ছে৷ একদল বলছে, মূল্যবৃদ্ধির কারণে জনপ্রতিনিধিদের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে৷ সোজা পথে, অর্থাৎ বেতন বা ভাতার মাধ্যমে চাহিদা পূরণ না করতে পারলে বাধ্য হয়ে দুর্নীতির পথ বেছে নিতে হয় অনেককেই৷ অতএব স্বচ্ছভাবে বেতন বাড়ালে ঘুস নেবার প্রবণতা কমে যাবে, কালো টাকার প্রকোপ কমবে৷

বলা বাহুল্য, এমন বিতর্কিত উদ্যোগের পর সমালোচনার ঝড় উঠেছে৷ কেউ বলছেন, এমন বেতনের লোভে গুণ্ডা-বদমায়েশরা নিজেদের পেশা ছেড়ে এমএলএ হবার দৌড়ে শামিল হবেন৷

দেশের প্রধানমন্ত্রী ও দিল্লি বিধানসভার সদস্যদের মধ্যে বেতনের তুলনা করেছেন এক ব্যবহারকারী৷

এই বাড়তি বেতনের ব্যয়ভার সাধারণ মানুষের উপর চাপানো হবে বলে মনে করেন সঞ্জয় সিং৷ তাঁর মতে, এর মাধ্যমে ভারতীয় গণতন্ত্রে নতুন ধরনের দুর্নীতি চালু হলো৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য