1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসন

২৭ সেপ্টেম্বর ২০১৩

অসুস্থ অবস্থায় মাইকেল জ্যাকসনকে সাহায্য না করায় কনসার্ট প্রোমোটার এইজি-র বিরুদ্ধে জ্যাকসন পরিবারের মামলার শুনানি শেষ হয়েছে৷ পাঁচ মাস ধরে চলা এই শুনানি শেষ হয় বুধবার৷

https://p.dw.com/p/19p8C
vছবি: BETH A. KEISER/AFP/Getty Images

পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ জীবিত থাকতে যেমন আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, মৃত্যুর পরও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছেন তিনি৷

জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন তাঁর এবং জ্যাকসনের তিন ছেলেমেয়ের পক্ষে এইজি লাইভ-এর বিরুদ্ধে এ মামলা করেছেন৷ তাঁদের অভিযোগ, ‘দিস ইজ ইট' কনসার্টটি করার সময় তাঁর স্বাস্থ্যের প্রতি নজর দেয়নি কনসার্ট প্রোমোটার এইজি লাইভ৷ এমনকি তাঁরা যে চিকিৎসক নিযুক্ত করেছিলেন, সেই ডাক্তার কনরাড মারের ভুল চিকিৎসার কারণেই মৃত্যুবরণ করতে হয়েছে জ্যাকসনকে৷

তবে, এইজি র পক্ষের আইনজীবী অ্যাটর্নি ম্যারভিন প্যাটন্যাম বুধবার শুনানিতে জানান, তাঁরা কনরাড মারে-কে জ্যাকসনের চিকিৎসক নিযুক্ত করেননি৷ মারে বহুদিন আগে থেকেই জ্যাকসনের পারিবারিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷ প্যাটন্যাম আরো জানান, ‘দিস ইজ ইট' ট্যুর করার অনেক আগে থেকেই জ্যাকসন মাদকাসক্ত ছিলেন এবং তাঁর সিদ্ধান্তেই ডাক্তার মারে-কে তাঁর চিকিৎসার দায়িত্ব দেয়া হয়েছিল৷

Michael Jackson Trauerfeier
মৃত্যুর পরও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছেন মাইকেল জ্যাকসনছবি: AP

শুনানির শেষ দিনে এইজি লাইভের আইনজীবী জানালেন, প্রোমোটাররা যদি জানতেন জ্যাকসন প্রতিদিন মাদক সেবন করছেন, তাহলে তারা কখনোই ‘দিস ইজ ইট' ট্যুরটির অর্থায়ন করতেন না৷

অন্যদিকে, জ্যাকসনের পারিবারিক আইনজীবী ব্রায়ান প্যানিশ মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস আদালতে তাঁর পক্ষের শুনানি শেষ করেন৷ আর্থিক ও অনার্থিক ক্ষতিপূরণ হিসেবে এইজি লাইভকে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব দেন তিনি৷ তাঁর মতে, জ্যাকসনের ভবিষ্যৎ উপার্জন ৯০০ মিলিয়ন থেকে ১.৬ বিলিয়ন ডলার হতে পারতো৷ তবে বিচারকরা যেটা সঠিক মনে করেন সেটাই মেনে নেয়া হবে বলে জানিয়েছেন প্যানিশ৷

এদিকে, এইজি লাইভ এর আইনজীবী অ্যাটর্নি ম্যারভিন প্যাটন্যাম জানিয়েছেন, জ্যাকসনের পরিবারের এই দাবি একেবারেই অযৌক্তিক এবং ব্রায়ান তার গবেষণার মাধ্যমে অর্থের যে অঙ্কটা তুলে ধরেছেন এটা একেবারেই অসম্ভব৷

‘দিস ইজ ইট' ট্যুরের মাধ্যমেই দীর্ঘ চার বছর পর মঞ্চে ফেরার কথা ছিল জ্যাকসনের৷ কিন্তু তার আগেই ২০০৯ সালের ২৫শে জুন লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় ৫০ বছর বয়সে মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে তার চিকিৎসক কনরাড মারে দোষী সাব্যস্ত হন এবং চার বছরের কারাদণ্ড দেয়া হয় তাঁকে৷

এপিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য