1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দি মাস্টার্স’ দিয়ে টাইগার উডস-এর প্রত্যাবর্তন

৫ এপ্রিল ২০১০

যৌন কেলেঙ্কারির কথা সামনে আসার পর দীর্ঘদিন অন্তরালে থাকা গল্ফ সম্রাট টাইগার উডস সোমবার ফিরেছেন মাঠে৷ গল্ফ স্টিক হাতে একটি অপেশাদার টুর্নামেন্টে এদিন তাঁর ফর্ম ছিল ভালোই৷ জানিয়েছেন মার্কিন গল্ফ লেজেন্ড টম ওয়াটসন৷

https://p.dw.com/p/MnYY
টাইগার উডস (ফাইল ছবি)ছবি: AP

ওয়াটসন জানান, ‘‘উডস নিজের ক্যারিয়ার নিজেই ধ্বংস করেছেন৷ আর সে কথা তিনি নিজে জানেন৷'' তাই এবার ফর্মে ফেরার জন্য অগাস্টা ন্যাশনাল ক্লাবে রবিবার একটি ‘প্র্যাকটিস ম্যাচে'ও অংশ নেন টাইগার উডস৷ সেখানে উপস্থিত ব্রিটেনের পল কেসি জানান, ‘‘আমার তো মনে হয়েছে উনি আগের ফর্মেই আছেন৷ খুব সহজেই তিনি এদিন দশটা শট নেন৷''

গল্ফের আরেক বিশ্ব চ্যাম্পিয়ন বেন হোগান বলেন, ‘‘উডস-এর জন্য এ কাজ এতো সহজ হবে না৷ অবশ্য প্রত্যাবর্তনের সিদ্ধান্ত উডস-কে শক্তি দেবে বলেই মনে হয় আমার৷ তবে যাই হোক, আমি তাঁকে কখনোই ছোট করে দেখি নি, দেখবোও না৷''

আয়ারল্যান্ডের অন্যতম গল্ফার পাডরাইগ হ্যারিংটন-এর কথায়, ‘‘গল্ফ উডস-কে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছিল৷ কিন্তু উডস সেই সাফল্য, সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেন নি৷'' যদিও দক্ষিণ আফ্রিকার রেটিফ গুসেন জানান, ‘‘আমার মনে হয়, পরবর্তী প্রজন্ম উডস-কে তাঁর খেলার জন্যই মনে রাখবে৷ কারণ, যাই ঘটে থাকুক না কেন, সেটা হয়েছে মাঠের বাইরে, গল্ফ কোর্টে নয়৷''

গত বছরের অস্ট্রেলিয়া ওপেনে জেতার পর, মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ফ্লোরিডায় নিজের বাড়ির কাছে একটি গাছে গাড়ি ধাক্কা মেরে বিপাকে পড়েন উডস৷ তারপর থেকে উডস'এর যৌন জীবন নিয়ে নানা কেলেঙ্কারি উঠে আসে সংবাদ মাধ্যমগুলির সামনে৷ ফলেএ যাবত নীরব এক জীবন যাপন করছিলেন উডস৷ শুধু তাই নয়, অ্যামেরিকার একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাও চলছিল তাঁর৷

কিন্তু দীর্ঘ পাঁচ মাস পর, আগামী অগাস্ট মাসে অনুষ্ঠেয় বিশ্ব বিখ্যাত ‘অগাস্টা গল্ফ টুর্নামেন্ট'এ আবারো মাঠে নামার সিদ্ধান্ত নেন টাইগার৷ তাঁর কথায়, ‘‘অগাস্টা একটি অত্যন্ত গুরুত্বপূর্ন টুর্নামেন্টে৷ সেখানে ভালো করার ব্যাপারে আমি আশাবাদী৷''

উল্লেখ্য, এর আগে ছয়বার এই টুর্নামেন্টে জিতেছেন ৩৪ বছর বয়স্ক এই খেলোয়াড়৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক