1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘ শীতের পর জার্মানিতে এল বসন্ত

৩১ মার্চ ২০১০

অনেক প্রতীক্ষার পর এল বসন্ত৷ ক্যালেন্ডারের পাতায় বসন্ত ঋতু শুরু হয়েছে জার্মানিতে ২০শে মার্চ থেকে৷ আর তার সাথে তাল মিলিয়ে প্রকৃতিও যেন শীতের আস্তানা ছেড়ে নতুন সাজে সজ্জিত হচ্ছে৷ সবুজের ছোঁয়া লেগেছে চারিদিকে৷

https://p.dw.com/p/Mj9U
জার্মানিতে বসন্তের ছোঁয়াছবি: AP

রোদে ঝলমল আকাশ, বাতাসে ফুলের সুবাস, পাখির কলকাকলি চারিদিকে, বসন্তের এই দিনগুলির আশায় অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে ইউরোপের মানুষ৷ অনাবিল ভালবাসা দিয়ে বরণ করে নেয় তারা এই ঋতুকে৷ বসন্তকে বন্দনা করতে গিয়ে বিশ্বখ্যাত জার্মান কবি গ্যোয়েটে বলেছেন, ‘‘বরফের আস্তর থেকে মুক্তি পেয়েছে জলরাশি; বসন্ত এনেছে জাগরণী দৃষ্টি, সবুজঘেরা আশা; পুরানো শীত গা ঢাকা দিয়েছে ঐ পর্বতের অন্তরালে৷'' আর এক জার্মান কবি হাইনরিশ হাইনে বসন্তের বন্দনা করে লিখেছেন, ‘‘ঘাসের ভেতর থেকে চেয়ে আছে নীল বাসন্তী চোখ; এই ফুল তুলি, রচি মাল্য৷ আমার ভাবনাই গান গেয়ে শোনায় কোকিল''৷

বিশ্বের নানা দেশেই বসন্তকে ঘিরে নানা রকম রোম্যান্টিক গান, গল্প, কবিতা রচিত হয়েছে৷ ফ্লোরিডার সমুদ্রতটে ছাত্রছাত্রীরা ছুটির অবসরে বাঁধভাঙা আনন্দে বসন্ত উৎসব পালন করে৷ যা দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক সমবেত হন সেখানে৷ দক্ষিণ ও মধ্য অ্যামেরিকার দেশগুলিতে যেমন মেক্সিকো, বাহামা, জ্যামাইকা কস্টারিকাতেও বসন্ত ঋতুকে স্বাগত জানানো হয় উচ্ছ্বাসভরে৷ প্রকৃতি পূজার যুগে রাশিয়ায় বসন্তের দেবতাকে সন্তুষ্ট করার জন্য এক কুমারী মেয়েকে উৎসর্গ করা হত৷ এ নিয়ে রচিত হয়েছে বহু গান গল্প ও কবিতা৷

এশিয়ার কিছু কিছু দেশে বসন্ত উৎসব একই সাথে নববর্ষের উৎসবও৷ যেমন ইরান ও আফগানিস্তানে নওরোজ উৎসবের মাধ্যমে বসন্তকেও স্বাগত জানানো হয়৷ ‘নওরোজ' মানে নতুন দিন৷ শীতকালের অপদেবতাদের বিরুদ্ধে জয় নিয়ে আসে নওরোজ - বসন্তকাল৷ ছোটদের দেয়া হয় নানা রকম উপহার সামগ্রী৷ বড়রাও আনন্দে মেতে ওঠেন৷

Neujahrstimmung in Teheran
ইরানে নববর্ষ উৎসবছবি: DW

বাঙালি ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে ১লা ফাল্গুন৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে সুর মিলিয়ে বলে উঠেছে, ‘‘আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে কোরোনা বিড়ম্বিত তারে৷''

বসন্ত উৎসবে কোকিলের কুহুতান, উড়ু উড়ু দখিণা বাতাসে প্রাণঢালা আনন্দে মেতে ওঠে বাঙালি তরুণ তরুণী৷ পরনে থাকে বাসন্তী রঙ'এর পোশাক গলায় ফুলের অলংকার৷ আঁধারের গ্লানি ভেদ করে আলোর হাতছানি দেয়া বসন্তকে নাচ, গান ও ভালবাসায় স্বাগত জানায় তারা৷ কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় বলে ওঠে ‘‘ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত৷''

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারূক