1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই জনের শতকে ঘুরে দাঁড়ালো ভারত

১২ অক্টোবর ২০১০

বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়ালো ভারত৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া৷ আর ঘুরে দাঁড়াবার অপার শক্তি হিসাবে কাজ করলো যে দুই জন, তাঁরা হলেন শচীন টেন্ডুলকার এবং মুরলি বিজয়৷

https://p.dw.com/p/Pc91
শচীন টেন্ডুলকারছবি: AP

শচীন টেন্ডুলকার ৪৯তম সেঞ্চুরিটি করলেন এই টেস্টেই৷ সেইসঙ্গে ওপেনার মুরলি বিজয়ের অভিষেক টেস্ট শতকে তৃতীয় উইকেট জুটির ৩০৮ রানের ওপর ভর করে ভারত বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়ালো৷

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৮-এর জবাবে গতকাল সোমবার তৃতীয় দিন শেষে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করে৷ দিন শেষে শচীন ১৯১ রানে নট আউট৷ তাঁর সঙ্গে আছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ১১ রানে, শচীনের ৩১৯ বলের ইনিংসে ২০ চার, ২ ছয়ের মার রয়েছে৷ মধ্যাহ্ন বিরতির আগেই শচীন ১৭১ টেস্টে নিজের ৪৯তম সেঞ্চুরি পূর্ণ করে ১৫৭ বলে৷

আগের দিনের ২ উইকেটে ১২৮ রান নিয়ে শুরু করে ভারত৷ ৩৮ রানে দুই উইকেট হারানোর পর শচীন-বিজয় জুটি গতকাল চা বিরতির পর বিচ্ছিন্ন হয় ৩৪৬ রানের মাথায়৷ ৩১০ বলে ১৪ চার, ২ ছয়ে ১৩৯ করার পর ওপেনার বিজয় কট বিহাইন্ড হন জনসনের বলে৷

শচীনের লক্ষ্য এখন ডাবল সেঞ্চুরি৷ তার থেকে তিনি মাত্র ৯ রান দূরে৷ স্বাগতিকরা এখন ৪৩ রানে পিছিয়ে৷ এমন অবস্থায় শেষ দুই দিনে বড় ধরনের কোন ব্যাটিং বিপর্যয় না ঘটলে দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র নিশ্চিত, বলছেন খেলার খবর জোগানদাতারা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়