1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির কারণে বাংলাদেশে বিদ্যুৎ ও পানি সংকট প্রকট হচ্ছে

২০ এপ্রিল ২০১০

সারাদেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৬ হাজার মেগাওয়াট৷ আর উৎপাদন হয় ৩৮ শ’ থেকে ৪ হাজার মেগাওয়াট৷ ঢাকায় দিনে পানির ২ শ’ ২০ কোটি লিটার৷ ওয়াসা দিতে পারে দেড় শ‘ কোটি লিটার৷

https://p.dw.com/p/N1Gi
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতির কারণে বিদ্যুৎ ও পানির সংকট আরও তীব্র হচ্ছে৷ ওয়াসা ও ডেসার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে, জানিয়েছেন তিনি৷ বিশ্লষকরা বলছেন, দুর্নীতি কমানো গেলে পানি ও বিদ্যুৎ সংকট কিছুটা হলেও কমবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ঢাকায় বিজয় স্মরণী-তেজগাঁও সংযোগ সড়কের উদ্বোধন করেন৷ মঙ্গলবার থেকে যানজট চলাচলের জন্য সড়কটি খুলে দেয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী ঢাকায় যানজট নিরসনে আরো নতুন পরিকল্পনার কথা বলেন৷ এর মধ্যে দোতলা সড়ক , ফ্লাইওভার, কমিউটার ট্রেন অন্যতম৷

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও পানির বাস্তবে যত সংকট রয়েছে কৃত্রিম সংকট সৃষ্টি করে তা আরও প্রকট করে তোলা হচ্ছে৷ এজন্য তিনি ডেসা এবং ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করেন৷ তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি৷

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেন বিআইডিএস'এর অর্থনীতিবীদ ড. নাজনীন আহমেদ৷ তিনি ডয়চে ভেলেকে জানান, দুর্নীতি কমানো গেলে বিদ্যুৎ ও পানির সংকট অনেকটা কমবে৷

সারাদেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৬ হাজার মেগাওয়াট৷ আর উৎপাদন হয় ৩৮ শ' থেকে ৪ হাজার মেগাওয়াট৷ ঢাকায় দিনে পানির ২ শ' ২০ কোটি লিটার৷ ওয়াসা দিতে পারে দেড় শ‘ কোটি লিটার৷ কিন্তু এর বড় একটি অংশ নষ্ট হয় কথিত সিস্টেম লসে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক