1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির সম্পদ বাজেয়াপ্ত করতে হবে: গোলাম রহমান

২৯ এপ্রিল ২০১১

কমিটির সুপারিশের পরও দুর্নীতির মামলা প্রত্যাহার করছেনা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন - দুদক৷ কমিশন চেয়ারম্যান ডয়চে ভেলেকে জানিয়েছেন, কেউ প্রত্যাহার চাইলে তাদের বরং আদালতের আশ্রয় নেয়া উচিত৷

https://p.dw.com/p/1164j
প্রতীকি ছবিছবি: AP Graphics

দুদক কমিশনার গোলাম রহমান অন্য এক প্রশ্নের জবাবে বলেন, জেল জরিমানার পাশাপাশি দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে৷ তা নাহলে দুর্নীতিবাজদের দমন করা কঠিন৷

রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা বিবেচনায় প্রায় ৩০০ দুর্নীতির মামলা প্রত্যাহারের জন্য দুদকের কাছে সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের বিশেষ কমিটি৷ কিন্তু দুদকের চেয়ারম্যান গোলাম রহমান ডয়চে ভলেকে জানান, তারা এই সুপারিশকে অনুরোধ হিসেবে দেখছেন৷ মামলাগুলো তারা সময় হলে রিভিউ করে দেখবেন৷ কিন্তু নিষ্পত্তি হবে আইনি প্রক্রিয়ায়৷ কেউ দ্রুত নিষ্পত্তি চাইলে তাদের আদালতে যাওয়া উচিত বলে তিনি মনে করেন৷

গোলাম রহমান বলেন, প্রত্যাহারের সুপারিশের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাও রয়েছে৷ কিন্তু সে মামলাগুলো ইতিমধ্যেই আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে৷ তাই এক্ষেত্রে কমিশনের করণীয় কিছু নেই৷

দেশে দুর্নীতি কমছেনা কেন এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, শুধু জেল জরিমানা দিয়ে কাজ হবেনা৷ দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদও বাজেয়াপ্ত করতে হবে৷ আইনে সে বিধান আছে, এখন তা কার্যকর করতে হবে৷

তিনি জানান, কমিশন এখন আলাদা আলাদা টিম গঠন করে সরকারে বিভিন্ন দফতরে পাঠাচ্ছে৷ উদ্দেশ্য, ঐসব প্রতিষ্ঠানে যেসব কারণে দুর্নীতি হয় তা চিহ্নিত করে সেসব ফাঁক-ফোকর বন্ধ করা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক