1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি দমনে নতুন আইন আসছে বাংলাদেশে

১৯ নভেম্বর ২০১০

প্রশাসনের দুর্নীতি দমনে সংসদের আগামী অধিবেশনেই পাশ হতে পারে তথ্য সরবরাহকারী সুরক্ষা আইন৷ এই আইনে দুর্নীতির তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপন রাখার বিধান থাকছে - জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

https://p.dw.com/p/QDaq
Barrister, Shafiq, Ahmed, Law minister, Bangladesh, Government, দুর্নীতি, দমন, নতুন আইন, বাংলাদেশ,
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

বিশ্লেষকরা বলছেন, আইনটি পাশ হলে প্রশাসনে জেঁকে বসা দুর্নীতি কমবে৷ বাংলাদেশে দুর্নীতির সিংহভাগ প্রশাসনে হয় বলে অভিযোগ৷ বিশেষ করে সেবা খাতে এই দুর্নীতি সবচেয়ে বেশি বলে ধরা হয়ে থাকে৷ অনেকে দুর্নীতির এই খবর জানলেও ভয়ে তা প্রকাশ করেন না৷ তাই দুর্নীতির ব্যাপারে মানুষ যাতে নির্ভয়ে তথ্য দেয় সেজন্য তথ্য সরবরাহকারী সুরক্ষা আইন নামে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার৷ ডয়চে ভেলেকে একথাই জানান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷ তিনি জানান, নতুন এই আইনে দুর্নীতির তথ্য প্রদানকারীর নাম ঠিকানা গোপন রাখা হবে৷ কিন্তু কাউকে হয়রানি করতে মিথ্যা তথ্য দিলে তথ্য দাতার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে৷

আইনমন্ত্রী জানান, নতুন এই আইন প্রশাসনে দুর্নীতি কমাতে সহায়তা করবে৷ অনেকেই নির্ভয়ে দুর্নীতির তথ্য দেবেন৷ বেরিয়ে আসবে দুর্নীতির অনেক খবর৷

অন্যদিকে, সরকারের নতুন এই আইন প্রণয়নের উদ্যোগকে স্বাগত জনিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান৷ তিনি বলেন, এতে দুর্নীতিবাজ কর্মকর্তারা কিছুটা হলেও ভয় পাবেন৷

আইনমন্ত্রী জানিয়েছেন, প্রস্তাবিত আইনটি এখন সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে৷ সংসদের আগামী অধিবেশনেই আইনটি পাশ হতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য