1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ভাগ্য ক্যামেরুনের, দ্বিতীয় রাউন্ডের পথে ডেনমার্ক

২০ জুন ২০১০

দ্বিতীয় পর্বে যাওয়ার ব্যাপারটা কিছুটা হলেও পাকা করে ফেলল ডেনমার্ক৷ শনিবার ক্যামেরুনের বিরুদ্ধে তাদের ২-১ বিজয় ছিল বেশ নতুন ধাঁচের৷

https://p.dw.com/p/Nxip
ছবি: AP

ক্যামেরুন বনাম ডেনমার্ক খেলাটা হয়েছে দারুণ সংঘবদ্ধ৷ দুই দলই গোটা মাঠে উঠেনেমে খেলেছে৷ তীব্র প্রতিদ্বন্দ্বীতা, অসংখ্য রক্তচাপ বাড়িয়ে তোলা মুহূর্ত, আক্রমণ প্রতি আক্রমণ এবং শেষ পর্যন্ত আফ্রিকার ভরসা হিসেবে পরিচিত ক্যামেরুনের খারাপ কপাল৷ যে কারণে, গোটা ম্যাচে মোট তেইশবার গোলের সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত হেরে গেল ক্যামেরুন৷ তাদের বিদায় মোটের ওপর নিশ্চিত এই বিশ্বকাপ থেকে৷

খেলার শুরুটা কিন্তু দারুণ করেছিল ক্যামেরুন৷ মাত্র দশ মিনিটের মধ্যে ক্যামেরুনের অভিজ্ঞ স্ট্রাইকার নামজাদা খেলোয়াড় সামুয়েল এটাও একটা দারুণ গোল করে যান ডেনমার্কের ডিফেন্স চিড়ে দিয়ে৷ ধৈর্য না হারিয়ে ডেনমার্কের নিকলাস বেন্ডটনার সে গোল শোধ করেন৷ এরপর আরেকটি গোল দেন ডেনমার্কের স্ট্রাইকার ডেনিস রোমেডাহল৷ আপ্রাণ চেষ্টা চালিয়েও ক্যামেরুন সেই গোল আর শোধ করতে পারেনি৷

Kamerun Dänemark WM Fußball Weltmeisterschaft Flash-Galerie
ছবি: AP

কিন্তু বিশ্বকাপের যাবতীয় খেলার মধ্যে ক্যামেরুন বনাম ডেনমার্কের এই ম্যাচটির প্রথমার্ধ ছিল আশ্চর্য উত্তেজক৷ একটানা আক্রমণ প্রতি আক্রমণ আর অসাধারণ গতি চোখে পড়েছে ম্যাচে৷ ক্যামেরুন শেষরক্ষা করতে ব্যর্থ ঠিকই কিন্তু নজর কেড়েছে তাদের ‘এনার্জেটিক' ফুটবল৷

ই গ্রুপে ডেনমার্কের জন্য বাকি রয়েছে আগামী ২৪ জুন জাপানের বিরুদ্ধে ম্যাচ৷ সে খেলায় জিততে মোটের ওপর আমরা বদ্ধপরিকর৷ বলেছেন, কোচ গনকাজের৷ এই গ্রুপ থেকে এ পর্যন্ত অপরাজিত নেদারল্যান্ডস ইতিমধ্যেই নিজেদের দ্বিতীয় রাউন্ডে উঠে যাওয়া নিশ্চিত করে ফেলেছে৷ সুতরাং ডেনমার্ককে সেই জায়গায় পৌঁছতে হলে নিজেদের ওপর আস্থা রাখতেই হবে৷ দাবি, গনকাজের-এর৷ এখন দেখার সেই আস্থা কতদূর নিয়ে যায় ডেনমার্ককে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম