দুষ্টু হাতি | পাঠক ভাবনা | DW | 29.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

দুষ্টু হাতি

ক্যাম্বোডিয়ার দুষ্টু হাতির চিড়িয়াখানা/জেলখানা বাসের কথা শুনলাম, ভালো লাগলো খুব৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

সুপ্রিয় বন্ধুরা, বড়দিনের ছুটি কেমন কাটালেন? আমরা তো সিলেট, মৌলভী বাজার, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, বান্দরবন, রাঙ্গামাটি, কুমিল্লা ও ঢাকা ট্যুর সেরে কুষ্টিয়ায় ফিরে এসেছি৷ আমাদের ১০ দিনের সফরে আমরা যেখানেই অবস্থান করেছি সেখানেই আপনাদের অনুষ্ঠান শুনেছি এবং ওয়েব সাইট দেখেছি৷ সিলেটে ১০৫.৪, চট্টগ্রামে ১০৫.৫ ও ঢাকা কেন্দ্রে ৯৭.৬ মেগাহার্ত-এ এফএম ব্যান্ডের অনুষ্ঠানমালা শুনেছি৷ শ্রবণমান ছিল অত্যন্ত চমত্কার৷ তবে পাহাড়ি অঞ্চলে যেখানে এফএম ব্যান্ডে অনুষ্ঠান শোনা যায়নি সেখানে ওয়েবসাইট দেখে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিয়েছি৷

২৮ডিসেম্বর সকালে এফএম ব্যান্ডে ৯৭.৬ মেগাহার্তস-এ বাংলাদেশেরএকগুচ্ছ তরতাজা খবর, আইভরি কোষ্টের ধর্মঘট, হংকংএর একটি বুনোহাঁসের বার হাজার কিলোমিটার পাড়ি দেয়া, শ্যামল মিত্রের কণ্ঠে "তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা" গান ও ফিচারপর্ব নন্দনে কলকাতার প্রেমের ছবি "চপল রাণী"নিয়ে সাক্ষাত্কারমূলক প্রতিবেদন আর প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ৮৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন-এ সম্পর্কে রসাত্মক খবরটি শুনে আমরা ক্লাবের সবাই দারুণ খুশি হয়েছি৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া, বাংলাদেশ৷

২৭ তারিখের বিজ্ঞান ডটকম শুনলাম৷ পাট গবেষকের সাক্ষাৎকার খুব ভালো লাগলো যা সময়োপযোগী আলোচনা ছিলো৷ ডয়চে ভেলের কাছ থেকে আমরা এরকমই আশা করি৷ নির্ঝরা অনামিকা, এফএম শ্রোতাসংঘ, প্রফেসরপাড়া, চারঘাট, রাজশাহী, বাংলাদেশ৷

২৭ তারিখের রাতের অধিবেশনে হেল্থলাইন শুনলাম৷ ঘরে সিগারেটের ধোঁয়া দূর করার উদ্ভাবনা নিয়ে পরিবেশনা ভালো লাগলো৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

২৮ তারিখের সকালে রাজশাহী বেতার থেকে এফএম তরঙ্গের অনুষ্ঠান শোনা যায়নি৷এমন প্রায়ই হয়৷ সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহিরপুর, আলীয়াবাদ, রাজশাহী, বাংলাদেশ৷

আমার এই রিপোর্ট পড়ে ভাল লাগল যে মুঠোফোন এর মাধ্যমে ছবি শেয়ার করা যাবে, কিন্তু তিনি এ কথা বলেন নি যে কোথায় আমরা এই এপলিকেশনটি পাব আমরা কিভাবে সেটা ব্যবহার করবো। আর আমরা কোন ধরনের মোবাইল আমরা এই সুবিধা পাব৷ তাই ডয়েচেভেলের কাছে আমার অনুরোধ এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য৷ আলমগীর হোসেন, alamgirhosain@gmail.com

আপনারা দীর্ঘদিন যাবত বিদেশে আছেন কিন্তু গ্রামবাংলার বটগাছের ছায়া এবং খেজুর রসের পিঠার স্বাদ কী মধুর তা মনে হয় ভুলে যাননি৷ উপভোগ না করতে পারলেও স্মরণে আনতে পারেন সে জন্য ছবিটি পাঠালাম৷ শুভেচ্ছান্তে, ডাঃ বিকাশ রঞ্জন ঘোষও মায়া রাণী ঘোষ, কপিলমুণি, খুলনা৷