1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দৃষ্টি এখন কোয়ার্টার ফাইনালে

২২ মার্চ ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের কোর্য়াটার ফাইনাল শুরু হতে যাচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলার মধ্য দিয়ে৷ রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল

https://p.dw.com/p/10esO
ছবি: picture alliance/dpa

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এই খেলা৷ এই খেলার জন্য ইতিমধ্যে দুই দল ঢাকায় এসে পৌঁছেছেন৷

প্রথম কোয়ার্টার ফাইনালে আম্পায়ের দায়িত্ব পালন করবেন বিলি বউডেন ও স্টিভ ডেভিস৷ ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড৷ তৃতীয় আম্পায়ের দায়িত্ব পালন করবেন ডারেল হারপার৷ আর চতুর্থ আম্পায়ের দায়িত্বে থাকবেন ব্রস ওক্সেনবোর্ড৷ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া৷ ২৪ মার্চ আহমেদাবাদে হবে এই খেলা৷ সেখানে আম্পারের দায়িত্বে থাকবেন ম্যারাইস ইরাসমুস ও ইয়ান গৌল্ড৷ ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রিচার্ড কেটলবারো ও আসাদ রাউফ৷

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই তৃতীয় খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড৷ ২৫ মার্চ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে সেই খেলা৷ খেলা পরিচালনা করবেন দআলিম দার ও রড টাকার৷ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন রোশান মাহানামা৷ তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে কুমার ধর্মসেনা ও নাইজেল লং৷

শেষ কোয়ার্টার ফাইনাল হবে ২৬ মার্চ কলম্বোতে৷ সেখানে মাঠে নামবে শ্রীলংকা ও ইংল্যান্ড৷ খেলা পরিচালনা করবেন বিলি ডক্টরভ ও সাইমন টাউফেল৷ রেফারির দায়িত্ব পালন করবেন জেফ ক্রো৷ টনি হিল এবং শাবির তারাপোর থাকবেন তুতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আরাফাতুল ইসলাম