1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষার সুযোগ

স্টেফানি হপে/এসি১২ অক্টোবর ২০১৩

জার্মানিতে দৃষ্টিহীন শিশুর সংখ্যা খুব বেশি নয়৷ দৃষ্টিহীনদের জন্য বিশ্বের সবচেয়ে নামকরা স্কুলগুলির মধ্যে একটি এই জার্মানিতেই৷ ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুল উন্নয়নশীল দেশগুলিতেও দৃষ্টিহীনদের শিক্ষায় সাহায্য করে থাকে৷

https://p.dw.com/p/19y7C
Das Foto "Deutschunterricht" zeigt einen blinden Schüler der Blindenstudienanstalt (Blista) in Marburg beim Lesen eines Blindentextes im Deutschunterricht. Das Foto wurde der Deutschen Welle von der blista für eine Veröffentlichung kostenfrei zur Verfügung gestellt. Die Einverständniserklärung der Eltern liegt der Schule vor. Copyright: blista Marburg
ছবি: blista Marburg

কথা হচ্ছে মারবুর্গের ‘ব্লিন্ডেনস্টুডিয়েনআনস্টাল্ট' বা দৃষ্টিহীন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে৷ দৃষ্টিপ্রতিবন্ধী জার্মান ছাত্রছাত্রীরা মারবুর্গ প্রণালীর কল্যাণে স্কুল-কলেজের পাঠ শেষ করতে পারে৷ অথচ জার্মানিতে দৃষ্টিহীনদের সংখ্যা বিশ্বের চার কোটি দৃষ্টিহীনের সঙ্গে তুলনা করলে, কিছুই নয়৷ কাজেই উন্নয়নশীল দেশগুলির স্কুল-কলেজকেও সাহায্য করে তাকে মারবুর্গের দৃষ্টিহীন শিক্ষা প্রতিষ্ঠান৷

Das Foto "Kunstunterricht" zeigt eine blinde Schülerin der Blindenstudienanstalt (Blista) in Marburg beim Ertasten von Gegenständen im Kunstunterricht. Das Foto wurde der Deutschen Welle von der blista für eine Veröffentlichung kostenfrei zur Verfügung gestellt. Die Einverständniserklärung der Eltern liegt der Schule vor. Copyright: blista Marburg
মারবুর্গের দৃষ্টিহীন শিক্ষা প্রতিষ্ঠানছবি: blista Marburg

আশ্চর্য ক্ষমতা

দৃষ্টিহীনদের হয়ত দৃষ্টি নেই বলেই তাদের মধ্যে অনেক আশ্চর্য ক্ষমতার বিকাশ ঘটে৷ ডেভ ইয়ানিশাক-এর কথাই ধরা যাক৷ ডেভ ‘দেখে' ঠিক বাদুড়দের মতো: অর্থাৎ সে প্রতিধ্বনি শুনে বস্তুর আকৃতি চিনতে পরে৷ এবং সে যে সেটা করতে পারে, তা সে একাধিক টিভি শো-তে প্রমাণ করে দেখিয়েছে৷ ২০১২ সালে স্টেজে টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল ডেভ৷ তার সামনে রাখা ছিল একটি ফুলঝারি, একটি সাইকেল, একটি মোমবাতিদান ইত্যাদি৷ ডেভ শুধু নিজের জিভ দিয়ে আওয়াজ করে এবং ঐ বস্তুগুলি থেকে সেই আওয়াজের প্রতিধ্বনি শুনে বলে দিতে পেরেছিল, বস্তুগুলি কি৷ দর্শকদের হাততালি কল্পনাই করা যেতে পারে৷

ডেভ কার্ল-স্ট্রেল-শুলে নামধারী স্কুলটির ছাত্র৷ স্কুলটি মারবুর্গের ‘ডয়েচে ব্লিন্ডেনস্টুডিয়েনআনস্টাল্ট' বা ‘ব্লিস্টা'-র অংশ৷ ব্লিস্টা'র প্রধান ক্লাউস ডুঙ্কার তাঁর ছাত্রের কৃতিত্বে গর্বিত৷ তবে ডেভকে নিয়ে মিডিয়ায় যে হাইপ চলেছে, সে সম্পর্কে তাঁর মন্তব্য: ‘‘লোকে যা মনে করে, তার চেয়ে অনেক বেশি দৃষ্টিহীন ছাত্রের এই ক্ষমতা আছে৷'' এছাড়া ঐ ক্ষমতা দিয়ে পথে-ঘাটের সব প্রতিবন্ধক চেনা কিংবা ঠাহর করা যায় না৷ কাজেই দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের অন্ধের যষ্টি ও অন্যান্য সহকারী সরঞ্জামের সঙ্গে পরিচিত থাকা উচিত৷

Das Foto "Duncker - Klassenzimmer" zeigt den Leiter der Blindenstudienanstalt (Blista) in Marburg, Claus Duncker, in einem Klassenraum der Blindenschule. Das Foto wurde von DW-Autorin Stefanie Hoppe aufgenommen. Copyright: DW/Stefanie Hoppe.
‘লোকে যা মনে করে, তার চেয়ে অনেক বেশি দৃষ্টিহীন ছাত্রের এই ক্ষমতা আছে’ বলেন, ব্লিস্টা'র প্রধান ক্লাউস ডুঙ্কারছবি: DW/S. Hoppe

জীবনের শিক্ষা

জার্মানিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৭০টি বিশেষ স্কুল আছে৷ তবে সেই সব স্কুল থেকে ‘আবিটুর' – অর্থাৎ ১৩ বছর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পর জার্মান স্কুল লিভিং সার্টিফিকেট, যা কিনা বস্তুত একটি স্নাতক উপাধির সমান – দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই ‘ফ্যোর্ডেরশুলে' থেকে এই ‘আবিটুর' পাস করা সবসময় সম্ভব নয়৷ মারবুর্গের কার্ল-স্ট্রেল-শুলের বিশেষত্ব সেখানেই: এটি হলো জার্মানিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য একমাত্র স্বয়ংসম্পূর্ণ ‘গিমনাজিউম' বা হাই স্কুল৷

এখানে পঞ্চম ক্লাস থেকে ‘আবিটুর' অবধি পড়ছে সারা জার্মানি থেকে আসা প্রায় ৩০০ ছাত্রছাত্রী৷ আবাসিক স্কুল৷ এখানে তারা শুধু স্কুলের পড়াই শেখে না, দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবনের প্রাত্যহিক সমস্যাগুলোর মোকাবিলা করতেও শেখে৷ শুধু অঙ্কই নয়, সেই সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনিং! ‘‘আমরা ওদের জীবনের শিক্ষা দিই,'' বলেছেন স্কুলের অধ্যক্ষ ক্লাউস ডুঙ্কার৷ যার মধ্যে বিদেশি ভাষা শিক্ষাও থাকে – যদিও তার একটা ব্যবহারিক দিকও আছে৷

Das Foto "Mathe zum Tasten" zeigt ein typisches Schulbuch für Mathematik der Blindenstudienanstalt (Blista) in Marburg. Das Foto wurde von DW-Autorin Stefanie Hoppe aufgenommen. Copyright: DW/Stefanie Hoppe.
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্কুলবইছবি: DW/S. Hoppe

বিদেশে সহযোগিতা

বিদেশে বিভিন্ন দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বোধহয় সেই সূত্রেই, যেমন ইংল্যান্ডের রয়াল ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড-এর সঙ্গে৷ ৮০-র দশকের শেষ থেকেই কার্ল-স্ট্রেল-শুলে এবং আরএনআইবি-র মধ্যে ছাত্রের আদানপ্রাদান চলেছে৷ প্রতিবছর মারবুর্গ থেকে সাতজন অবধি ছাত্রছাত্রী ইংল্যান্ডে গিয়ে এক সপ্তাহ কাটানোর সুযোগ পায়৷

অনুরূপভাবে পোল্যান্ডের ক্রাকাও শহরের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে মারবুর্গের স্কুলটি৷ তবে যে সব দেশে মারবুর্গের প্রতিষ্ঠানটি পথিকৃতের কাজ করছে, তাদের মধ্যে সর্বাগ্রে জর্জিয়ার নাম করতে হয়৷ জর্জিয়া হলো এমন একটি দেশ, যেখানে দৃষ্টিহীন শিশুদের শুধু লোকলজ্জার কারণে অনেক সময় বাড়িতে আটকে রাখা হয় – জানিয়েছেন ডুঙ্কার৷ সেক্ষেত্রে ‘ব্লিস্টা' জর্জিয়ায় কিছু ছাত্র ও শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের দৃষ্টিহীন পুনর্বাসন কর্মসূচির উপযোগী করে তুলেছে; সরকারি মন্ত্রণালয়গুলিকে দৃষ্টিহীনদের কথা ভাবতে বাধ্য করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য