1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন তলা বাড়িটি হঠাৎ ধসে পড়ল!

১১ মে ২০১৬

কোনো ভূমিকম্প হয়নি৷ এলাকায় সবকিছু একদম স্বাভাবিক৷ স্বাভাবিক পরিবেশে তিন তলা বাড়িটিকেও স্বাভাবিকই দেখাচ্ছিল৷ হঠাৎ কী যে হলো, আপনা-আপনি কাত হয়ে পড়ে গেল বাড়িটি৷ দেখুন....

https://p.dw.com/p/1Ilht
ধসে পড়া ভবন
প্রতীকী ছবিছবি: H. Ahmed/AFP/Getty Images

গত মঙ্গলবার, অর্থাৎ ১০ই মে'র ঘটনা৷ ভারতের বিহার রাজ্যের শেওহার জেলায় ঘটেছে অবাক করা এক ঘটনা৷ দিনের আলোয় কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ধসে পড়েছে আস্ত একটা বাড়ি৷ সিসি টিভি ক্যামেরায় পরিষ্কার ধরা পড়েছে অবিশ্বাস্য সেই দৃ্শ্য৷

ওপরের ভিডিওটি দেখুন৷ দেখলেই বুঝতে পারবেন, কত অবিশ্বাস্য ছিল ঘটনাটা৷ একটা বাড়ি এমনি এমনিই প্রথমে একটু কাত হলো, তারপর আরো কাত হতে হতে পড়েই গেল৷ অথচ বাড়ির সামনের গেটটা রয়ে গেল অক্ষত৷

গেট অক্ষত থাকলেও বাড়ির ভেতরের মানুষদের অবস্থা খুব খারাপ৷ প্রায় সবাইই এখন হাসপাতালে৷ তবে এখনো কেউ মারা যায়নি৷

এসিবি/ডিজি