1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেরীতে হলেও, ইতিহাস সৃষ্টি করলেন স্কিয়াভোনে

৬ জুন ২০১০

ইটালির মিলান শহরের তরুণী ফ্রানচেস্কা স্কিয়াভোনে এ’মাসেই ৩০-এ পা দিচ্ছেন৷ শনিবার প্রথম ইটালিয় মহিলা হিসেবে একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন তিনি: ফ্রেঞ্চ ওপেন৷

https://p.dw.com/p/NjBf
ফ্রানচেস্কা স্কিয়াভোনে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

সুদীর্ঘ বারো বছর ধরে এই দিনটির জন্য যেন অপেক্ষা করছিলেন ফ্রানচেস্কা৷ তাই অস্ট্রেলিয়ার স্যামান্থা স্টোসার'কে ৬-৪, ৭-৬ গেমে হারানোর পর পরই প্যারিসের ক্লে-কোর্টকে চুম্বন করে তাঁর কৃতজ্ঞতা জানালেন৷ অথচ কৃতিত্ব অথবা অর্জন কিন্তু পুরোপুরি তাঁর৷ ১৯৬৯ সাল যাবৎ তাঁর বয়সের কোনো খেলোয়াড় প্রথমবারের মতো একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতেনি৷ ইটালির ক্ষেত্রে: ১৯৭৬ সালে আদ্রিয়ানো পানাত্তা শেষবার একটি ‘মেজর' জিতেছিলেন৷ ব্যক্তিগত ক্ষেত্রে: ফ্রানচেস্কা স্কিয়াভোনে এর আগে ৩৮ বার বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷

মনে রাখা দরকার, এই টুর্নামেন্টেও স্কিয়াভোনে ছিলেন ১৭ নম্বর বাছাই, ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী ‘স্যাম' বা স্যামান্থা স্টোসার সেখানে সাত নম্বর বাছাই৷ স্যামান্থা আবার ফাইনালে ওঠার পথে হারিয়েছেন চারবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জুস্তিন এনা'কে, এবং সেই সঙ্গে বিশ্বের পয়লা বাছাই সেরিনা উইলিয়ামস'কে৷ বাউন্স দেওয়া ক্লে-কোর্টে স্যামান্থা'র শক্তিশালী টপ-স্পিন সার্ভ একটি মারাত্মক অস্ত্র৷ স্কিয়াভোনে কিন্তু নোটেই আক্রমণ চালিয়েছেন, যার ফলে প্রতি সেটেই তিনি একবার করে স্যামান্থা স্টোসারের সার্ভ ব্রেক করেছেন৷

কি করে পারলেন ফ্রানচেস্কা? প্রথমত, তিনি ব্যক্তিগতভাবে পুরুষদের সঙ্গেই প্র্যাকটিস করেন৷ কাজেই ঘণ্টায় ২০০ কিলোমিটার গতির সার্ভে তিনি অভ্যস্ত৷ দ্বিতীয়ত, তিনি চিরকালই ঠিক এই ধরণের একটি টুর্নামেন্ট এবং এই ধরণের একটি জয়ের স্বপ্ন দেখেছেন৷ তৃতীয়ত, শনিবার ‘কোর' শার্ত্রিয়ের'-এ স্কিয়াভোনের জনা পঞ্চাশেক অতীব সরব সমর্থক ছিল: এঁরা হলেন তাঁর আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব৷ সকলেই নীল রঙের টি-শার্ট পরে ছিলেন, যার উপর লেখা ছিল: ‘‘স্কিয়াভো, কিছুই অসম্ভব নয়''৷ এবং তারা নাকি মিলান থেকে সোজা গাড়িতে করে দশ ঘণ্টা টানা গাড়ি চালিয়ে প্যারিসে পৌঁছেছেন৷ ‘‘তোমরা সবাই পাগল,'' এই ছিল স্কিয়াভোর মন্তব্য৷ ‘‘তবে প্লেনের খরচ দিলেই পারতে?'' - ছিল তার জবাব৷

ফ্রানচেস্কা স্কিয়াভোনে'র না জিতে উপায় ছিল কি?

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম