1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশভেদে ভাষাটাষা বদলে যায় বাদুড়দের!

১৫ সেপ্টেম্বর ২০১০

দেশে দেশে কতই না ভাষা, সংস্কৃতি৷ তো, মানুষের মতই ভাষা বদলায় কী প্রাণীকূলেও? অস্ট্রেলিয় বিজ্ঞানীদের দাবি, সেদেশের বাদুড়রা স্থানীয় ভাষাতেই বার্তালাপ চালায়৷ অন্যত্রও নাকি বাদুড়ে ভাষায় রয়েছে এই বৈশিষ্ট্য৷

https://p.dw.com/p/PCDr
বাদুড়ের উড়ে চলাছবি: AP

পৃথিবী জুড়েই বিভিন্ন দেশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেন৷ বিষয়টি অবশ্য সবারই জানা৷ আবার, একই দেশের ভিন্ন ভিন্ন লোকালয়ের মানুষদের মধ্যেও কিন্তু ভাষা এবং উচ্চারণগত তারতম্য রয়েছে৷ যেমন, বাংলাদেশের নোয়াখালি অঞ্চলের মানুষ-জন পানি কে হানি উচ্চারণ করেন৷ এ হচ্ছে ভাষার আঞ্চলিকতা৷ আর তা পৃথিবী জুড়েই রয়েছে৷

ইংরেজিতেই কথা-বার্তা বলেন বৃটেন আর অস্ট্রেলিয়ার মানুষ-জন৷ অথচ অস্ট্রেলিয়ান ইংরেজির সঙ্গে ব্রিটেনের ইংরেজি উচ্চারণে রয়েছে বিস্তর ফারাক! তো কারো মনে প্রশ্ন জাগতেই পারে প্রাণীকূলেও এমনটি ঘটে নাকি!

এ বিষয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা এক মজার তথ্য জানিয়েছেন৷ বাদুড়ে ভাষায়, মানে যে ভাষায় বাদুড়রা নিজেদের মধ্যে কথা-বার্তা চালায় আরকি! সে ভাষাতেও অঞ্চল ভেদে নাকি পার্থক্য রয়েছে!

তার অর্থ দাঁড়াচ্ছে, কলকাতার বাদুড় আর ঢাকার বাদুড়ের কথ্য ভাষার টানে রয়েছে আঞ্চলিক পার্থক্য! কিম্বা অষ্ট্রেলিয়ান বাদুড়ের ভাষাটি বৃটেনের বাদুড়ে ভাষার চাইতে কানে শুনতে আলাদাই মনে হবে!

অস্ট্রেলিয়ান ফরেস্ট সাইন্স সেন্টারের গবেষক ব্র্যাড ল' জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলশ এর পূর্ব উপকূল জুড়ে থাকা বনের বাদুড়দের মধ্যে ভাষাগত পার্থক্যের প্রমাণ তারা পেয়েছেন৷ যদিও এর আগেও অন্যান্য প্রাণীদের নিয়ে এ জাতীয় বেশ কিছু গবেষণা হয়েছিল, কিন্তু সেখানে অবশ্য ভাষার এই আঞ্চলিকতার প্রমাণ মেলেনি৷

বাদুড়ের ভাষায় আঞ্চলিকতা নিয়ে পরিচালিত এ গবেষণাটিতেই প্রথম প্রমাণ মিলল যে, শুধু মানুষ নয়, বাদুড়দেরও রয়েছে আঞ্চলিক ভাষা৷ একেক অঞ্চলের বাদুড় তাদের সেই আঞ্চলিক বাদুড়ে ভাষাতেই কথা বলে অভ্যস্ত৷

তো বিষয়টি এমন যদি হয় যে, উড়তে উড়তে সাগর পেরিয়ে অস্ট্রেলিয়ান কোন বাদুড় হঠাৎ পৌঁছে গেছে লণ্ডনে, সেখানকার বাদুড়দের সাথে তার কথা-বার্তা চালাতে খানিক তো অসুবিধাই হতে পারে! তাই নয় কি! আপনি কি বলেন!

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়