1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশের মানুষ ভাল আছে: প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশে পালিত হল ঈদ৷ প্রতিবার যেমনটা হয়৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ সারা দেশের মানুষ ঈদের দিনটা বেশ আনন্দেই কাটিয়েছে৷

https://p.dw.com/p/PA3T
ছবি: DW

সংবাদ মাধ্যমের রিপোর্টগুলো সেটাই বলছে৷ ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন৷ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন দেশের মানুষ ভাল আছে৷ আর বিরোধী দলীয় নেতা বলেছেন ভাল নেই৷ বিডিনিউজ২৪ডটকম দিয়েছে এই খবর৷

এদিকে এই আনন্দের মধ্যে একটা দু:সংবাদ দিয়েছে বিডিনিউজ৷ তারা বলেছে, ঈদ উপলক্ষে উচ্চস্বরে গান বাজানোতে বাধা দেওয়ায় নরসিংদীতে এক ব্যক্তিকে খুন করা হয়েছে৷ এবং এই খুনের সঙ্গে জড়িত স্থানীয় ইউপি সদস্যের এক আত্মীয়৷

আরেকটি অনলাইন সংবাদ সংস্থা বাংলানিউজ২৪ডটকমে গ্রামের ঈদ উদযাপন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে৷ সেখানে বলা হয়েছে, ঈদ উৎসব থেকে হারিয়ে যাচ্ছে পুরোনো ঐতিহ্য৷ এখানে ঐতিহ্য বলতে পোশাক আর খাদ্যরীতিকে বোঝানো হয়েছে৷

সাভারের ধামরাইয়ে জবাই করা গরুর রক্ত খেয়ে মারা গেছে হাঁস, মুরগি এবং পাখি৷ বাংলানিউজ২৪ডটকম বলছে, অনেকেই মনে করছে গরুটি অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল, তাই এমন ঘটনা ঘটেছে৷ তাই তারা আতঙ্কিত হয়ে পড়েছে৷ এবং যারা ঐ গরুর মাংস নিয়েছিল তারা ভয়ে সেই মাংস খাননি৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে পাখি জাতীয় প্রাণীর মাঝে অ্যানথ্রাক্স রোগ ছড়ায়না৷ তাই কী কারণে হাঁস, মুরগী মারা গেল সেটাই এখন জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়