দেশে আদর্শ রাজনীতিবিদ দরকার | পাঠক ভাবনা | DW | 21.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

দেশে আদর্শ রাজনীতিবিদ দরকার

কোনো রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই টানা হরতাল ও অবরোধ কর্মসূচিতে যাবে বিএনপি৷ তফশিল ঘোষণার বিষয়টি নিয়ে ডয়চে ভেলের অনেক পাঠকই তাঁদের সুচিন্তিত বক্তব্য তুলে ধরেছেন আমাদের ফেসবুক পাতায়৷

আশরাফুল ইসলাম মনে করেন, রাষ্ট্রপতি উদ্যোগ নিলে সব সমস‍্যার সমাধান হতো৷ কিন্তু সরকারের নিম্নমুখী নীতির কারণে যদি দেশের কিছু হয়, এর জন‍্য সরকার দায়ী বলে মনে করেন তিনি৷

কুড়িগ্রাম থেকে শৈলেন্দ্র রায় লিখেছেন, যিনি জনগণের ক্ষতি চান না তিনিই প্রকৃত রাজনীতিবিদ৷ যিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেন৷ নৈতিক আদর্শবান এমন রাজনীতিবিদ এখন একান্ত প্রয়োজন বলে মনে করেন তিনি৷

বিএনপিকে নির্দলীয় সরকার গঠনে সফল হওয়ার জন্য যে কোনো কর্মসূচি দেয়া উচিত, তা না হলে পূর্বের আন্দোলন বৃথা হয়ে যাবে৷ এমন মন্তব্য করেছেন সুধন মোহন্ত৷

নাজমুল আহসান লিখেছেন, সময়ই বলে দেবে৷ তবে আলোচনার মাধ্যমে বিএনপির নির্বাচনে অংশ নেয়াটা বুদ্ধিমানের কাজ হবে৷ কারণ দেশে তৃতীয় বড় দল জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে৷

মোহাম্মদ পলাশ লিখেছেন, বিএনপি ভুল করছে, যেদিন সর্বদলীয় সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছেন, সেদিন থেকে হরতাল দেয়া উচিত ছিল৷ তিনি মনে করেন, এ সরকারের মান ভাঙাতে হলে রাজপথে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই৷

নীলা জামান লিখেছেন, ‘‘আমাদের কথা তো তেনারা শুনেন না৷ আমরা যদি বলি তত্ত্বাবধায়ক সরকার দেন, তো সরকার শুনবে না আর হরতাল দিতে মানা করলে বিরোধী দল শুনে না৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন