1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে ভীতির রাজত্ব কায়েম হয়েছে: খালেদা জিয়া

৯ জানুয়ারি ২০১১

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দাবি করেছেন, গত দু’বছরে দেশে ভীতি আর আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে৷ মানুষ প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেনা৷

https://p.dw.com/p/zvU7
শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করলেন খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: AP/DW

খালেদা জিয়া বলেন, ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী এখন রূপকল্পের গল্প শোনচ্ছেন৷ নির্বাচনের আগে শুনিয়েছেন ডিজিটাল গল্প৷

গুলশানের কার্যালয়ে রোববার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংবাদ মাধ্যমের সহায়তায় দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে অভিযোগ করছেন, গত দু'বছরে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে৷ কায়েম হয়েছে আতঙ্কের শাসন৷ মানুষ প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেনা৷

তিনি দাবি করেন, ক্ষমতাসীনদের লাগামহীন দুর্নীতি, টেন্ডারবাজী, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে মানুষের নাভিশ্বাস উঠছে৷ এর কারণে বাড়ছে জিনিসপত্রের দাম৷ যার মাশুল দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে৷ খালেদা জিয়ার মতে, শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার আগে ডিজিটাল গল্প শুনিয়েছেন৷ এখন শুনাচ্ছেন রূপকল্পের গল্প৷

খালেদা জিয়া অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানী সংকটের সামাধান না করে দুর্নীতির সুযোগ করে দেয়া হচ্ছে৷ তাঁর দাবি, আগামী ৩ বছরে বিদ্যুৎ উৎপাদনের কথা বলে রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপনের নামে ২০ হাজার কোটি টাকা লুটপাট হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী মেগাওয়াটোর হিসেব দিচ্ছেন৷ মানুষ বিদ্যুৎ দেখেতে চায়৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির শাসনামলের প্রথম দুই বছরের সঙ্গে বর্তমান মহাজোট সরকারের ২ বছরের তুলনা করার যে কথা বলেছেন তার বক্তৃতায় সেই চ্যালেঞ্জ গ্রহণ করছেন খালেদা জিয়া৷ তিনি দাবি করেন, বিএনপির শাসনামলের প্রথম দুই বছরের তুলনায় চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম দেড় থেকে দুই গুণ বেড়েছে৷

খালেদা জিয়া সংসদের পরিবেশ ফিরিয়ে আনার দাবি করে বলেন, তারা সংসদে যেতে চান কার্যকর করতে চান সংসদকে৷

মহাজোট সরকারের দুই বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ই জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাঁর সরকারের সাফল্য এবং ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন৷ প্রধানমন্ত্রীর ভাষণের ৩ দিনের মাথায় বিরোধী দলীয় নেত্রী মাহাজোট সরকারের দুই বছর নিয়ে তাঁর ও তার দলের মূল্যায়ন তুলে ধরলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম