1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেড় হাজার যাত্রী আটকে আছে, আটকে আছে বাংলাদেশের তৈরি পোষাক

২১ এপ্রিল ২০১০

আইসল্যান্ডের আগ্নেয়গিরির ধোঁয়ায় ইউরোপের আকাশ ছেয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়েছে বিমান চলাচল৷ এই অবস্থায় হুমকিতে পড়েছে বিদেশি বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি৷ বিশেষ করে তৈরি পোশাক যেতে পারছেনা ইউরোপের বাজারে৷

https://p.dw.com/p/N2OT
ছাইমেঘের কারণে থমকি গেছে বাংলাদেশের পোষাক শিল্পছবি: AP

ব্যবসায়ীরা পণ্য পাঠাতে পারছেন না ইউরোপের বাজারে৷ তা পড়ে আছে বিমানের কার্গো হোল্ডিংয়ে৷ যার বেশির ভাগই গার্মেন্টস পণ্য৷ আর পচনশীল পণ্য ব্যবসায়ীদের তত্ত্বাবধানেই রাখতে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ৷ বিমান কার্গোর জেনারেল ম্যানেজার শফিকুর রহমান জানান, এই বিপর্যয়ের প্রভাব মধ্যপ্রাচ্যের বাজারেও পড়েছে৷ তিনি বলেন, প্রতিটি কার্গো বিমানে তারা ৩০ হাজার ডলার লোকসান গুনছেন৷

শুধু মালামালই না, আটকে আছেন ইউরোপগামী যাত্রীরাও৷ দেড় হাজার যাত্রী তাদের গন্তব্যে যেতে পারছেন না৷ তবে কর্তৃপক্ষ বলছেন, বিমান চলাচল স্বাভাবিক হলেই পর্যায়ক্রমে সব যাত্রীকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে৷ বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর জাকিউল ইসলাম এসব তথ্য জানান৷

বিমানের এই দুই কর্মকর্তা জানান, প্রাকৃতিক কারণে সাময়িক অসুবিধার জন্য কিছু ফ্লাইট বাতিল হয়েছে৷ ফলে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে বিমান, আর রাজস্ব হারাচ্ছে সরকার৷ তৈরি পোশাক শিল্প মালিকরা বলছেন, ইউরোপের বাজারে পণ্য পাঠাতে না পারায় তারা বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বেন৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক