1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোহার শুনানি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন বাট

২১ ডিসেম্বর ২০১০

পাকিস্তানের বরখাস্ত হওয়া সাবেক ক্যাপটেন সালমান বাট আগামী মাসে অনুষ্ঠিতব্য দুর্নীতি বিরোধী ট্রাইবুনালের বিচার মুলতুবি রাখার আহ্বন জানান৷ তিনি বলেন, এই বিচার মুলতুবি রাখা হলে লন্ডনে ঐ সংক্রান্ত মামলার কাজে তিনি অংশ নেবেন৷

https://p.dw.com/p/znsK
Salman Butt
সাবেক ক্যাপটেন সালমান বাট (ফাইল ফটো)ছবি: AP

গত আগস্টে ইংল্যান্ডের লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়ে পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের সঙ্গে ২৬ বছর বয়স্ক ক্যাপটেন সালমান বাটের বিরুদ্ধে স্পট-ফিক্সিং বা পাতানো খেলার অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি৷

জানুয়ারির ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত এই তিনজনের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার হবে দোহায় আইসিসির একটি ট্রাইব্যুনালে৷ এই সময়ই নির্ধারিত হবে এই তিনজনের ওপর জারি করা সাময়িক বরখাস্তের বিষয়টি নিষেধাজ্ঞাতে রূপান্তর করা হবে নাকি তাদের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে৷

সালমান বাট এএফপিকে বলেন, ‘‘আমি ঐ শুনানি স্থগিত রাখার অনুরোধ করেছি, তাহলে লন্ডনে সম্ভাব্য আরেকটি মামলার কাজে আমি অংশ নিতে পারবো৷ আমার এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবার জন্যে বুধবার আইসিসি একটি টেলি-কনফারেন্সের আয়োজন করবে৷ ''

স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের কাছ থেকে দুটি রিপোর্ট পাবার পরে লন্ডনে পাকিস্তান দলের হোটেলে অভিযান চালানো হয়৷ এরই পরিপ্রেক্ষিতে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ঐ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ ব্রিটিশ সংবাদপত্র নিউজ অফ দ্য ওয়ার্ল্ডস দাবি করেছে, লর্ডস-এ বেশ কয়েকজন পাকিস্তানী খেলোয়াড়, বেট করার দায়ে অভিযুক্ত মাজহার মজিদের কাছ থেকে পাতানো খেলার জন্যে অর্থ নিয়েছেন৷ সালমান বলেন, ব্রিটিশ ভিত্তিক আইনজীবী ইয়াসিন পাটেল দোহাতে তার হয়ে মামলা লড়বেন এবং আইসিসির চিঠির উত্তর দেওয়ার জন্যে অন্যান্য আইনজীবী তাকে সহায়তা করবেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক