1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোহায় এক সপ্তাহ

১৫ জানুয়ারি ২০১১

দোহায় হচ্ছে এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ৷ এশিয়ায় ফুটবলের সবচেয়ে বড় উৎসব৷ সেই উৎসবের খবর সংগ্রহ করতে কাতারের রাজধানী দোহায় রয়েছেন আমাদের খেলা বিষয়ক রির্পোটার অরুণাভ চৌধুরী৷

https://p.dw.com/p/zxpx
প্রধান ভেন্যু খলিফা স্টেডিয়ামছবি: DW

প্রায় এক সপ্তাহ ধরে চলছে খেলা৷ তিনি সেখানে আছেন, কেবল খেলা নয়, গ্যালারির বাইরেও তার হয়েছে নানা অভিজ্ঞতা৷ এই যেমন ধরা যাক তিনি দোহার পথে গাড়িতে চলছেন৷ প্রথমে তার চোখে পড়লো রাস্তার ধারে পড়ে আছে একটি দুর্ঘটনা কবলিত গাড়ি৷ প্রথমে তেমন গুরুত্ব দিলেন না৷ কিন্তু পরপর বিভিন্ন জায়গায় এ ধরণের অনেক গাড়ি দেখে তো তার চক্ষু চড়কগাছ৷ ‘রাস্তার পাশে ভাঙা গাড়ি পড়ে আছে কেন?'

অরুণাভের কথায়, এখানকার রাস্তাঘাটে স্থানীয়দের অনেকেই সড়ক আইন মানেন বলে মনে হয় না৷ দুর্ঘটনাগুলোতো এ জন্যই ঘটে৷ এখানে একটি কৌতুক চালু আছে৷ সকালে এখানকার মানুষ নতুন ব্রান্ডের গাড়ি কিনে সেটিকে দুর্ঘটনায় ফেলে দেয় বিকালেই৷ সেই গাড়ি ফেলে আসে সেখানেই, আবার পরের সকালে নাকি কেনে নতুন গাড়ি! এখানে তেলের দাম খুব কম৷ শূন্য দশমিক ১৫ ইউরো বা ১৫ সেন্ট প্রতি লিটার৷ তাই নাকি এখানকার মানুষ পরিবেশ বান্ধব গাড়ি কেনার বদলে কেনেন বড় এবং ভারী গাড়ি৷

Fußball Asian Cup 2011 Südkorea Bahrain
দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় কো জোছবি: AP

তবে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনের জন্য তারা নানা প্রস্তুতি নিচ্ছেন বেশ৷ নতুন মেট্রো এবং রেল লাইন নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে, জানাচ্ছেন অরুণাভ৷ তার মতে, কাতার হচ্ছে পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ৷ তবে যখন তখন সেখানে পুলিশ দেখা যায় না৷ ধরুন আপনার প্রয়োজন হলো পুলিশের বা ঘটলো কোন অপরাধ, পুলিশ সেখানে এসে পৌঁছে যাবে মাত্র ২০ সেকেন্ডেই!

তিনি জানালেন, দক্ষিণ এশিয়ার প্রচুর অভিবাসীর বাস কাতারে৷ হরহামেশাই সেখানে চলছে হিন্দি বা মালয়ালাম ভাষায়৷

যাহোক এবার আসা যাক খেলার বিষয়ে৷ সেখানকার প্রধান ভেন্যু খলিফা স্টেডিয়াম সত্যিই আন্তর্জাতিক মানের৷ মন ভালো হয়ে যাওয়া ক্রীড়া কমপ্লেক্স৷

তবে স্টেডিয়ামে দর্শকদের অপ্রতুলতা একটু বিমর্ষ করেছে অরুণাভকে৷ কেবল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটিতে বেশ কিছু স্থানীয় আরব এসেছিলেন খেলা দেখতে৷ প্রথম পর্বের খেলায় চার গ্রুপের বেশ কয়েকটি চমৎকার খেলা হয়েছে৷ কিন্তু সত্যিকারের অর্থে আশ্চর্য হতে হয়েছে গ্রুপ বি জাপান বনাম জর্ডানের ড্র ফলাফলের খেলাটি দেখে৷ তবে সিরিয়া মন খারাপ করে দিয়েছে সৌদি আরবের৷ স্বাগতিক কাতারের জন্য মিশ্র ফলাফল এসেছে এই সময়ে৷ একটি খেলায় হার, অপরটিতে জয়৷

অরুণাভ জানাচ্ছেন, এখনি ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়, কোন দল চ্যাম্পিয়ন হবে৷ তবে গ্রুপ সিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার প্রতি একটু আলাদা দৃষ্টি দেবার প্রয়োজন আছে বলেও মনে করছেন তিনি৷

প্রতিবেদন: অরুণাভ চৌধুরীর ব্লগ অবলম্বনে সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী