1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয়বারের মতো উইম্বলডন শিরোপা নাদালের

৫ জুলাই ২০১০

দ্বিতীয়বারের মতো উইম্বলডন টেনিসের শিরোপা ছিনিয়ে নিলেন রাফায়েল নাদাল৷ চেক তারকা টমাস বের্ডিচকে হারিয়ে তাঁর এই সাফল্য৷ বের্ডিচকে হারতে হলো ৬-৩, ৭-৫ এবং ৬-৪ গেমে৷

https://p.dw.com/p/OArO
উইম্বলডন শিরোপা হাতে নাদালছবি: AP

নাদালের ক্যারিয়ারে এটি অষ্টম গ্র্যান্ড স্লাম৷ এর আগে ২০০৫, ২০০৮ এবং চলতি বছরে ফরাসি ওপেন টেনিসের শিরোপা অর্জন করেন নাদাল৷ উইম্বলডন শিরোপা পেয়েছিলেন ২০০৮ সালেও৷ আর গত বছর একমাত্র গ্র্যান্ড স্লাম অর্জন ছিল অস্ট্রেলীয় ওপেনে৷ সবমিলিয়ে এখন পর্যন্ত ২৪ বছর বয়সি নাদালের অর্জন ১০,৭৪৫ পয়েন্ট৷ যা এটিপি ব়্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা নোভাক ইয়োকোভিচের চেয়ে প্রায় চার হাজার পয়েন্ট বেশি৷ সার্বীয় এই তারকার অর্জন ৬,৯০৫ পয়েন্ট৷

এদিকে, ব়্যাঙ্কিং-এ তিন নম্বরে নেমে গেছেন রজার ফেদেরার৷ সুইস এই তারকার ঝুলিতে এখন ৬,৮৮৫ পয়েন্ট৷ ২০০৩ সালের পর এটিই সবচেয়ে খারাপ অবস্থান ফেদেরারের৷ অবশ্য, উইম্বলডন ফাইনালে হারলেও চেক তারকা বের্ডিচ উঠে এসেছেন অষ্টম স্থানে৷ ফলে আগের ১৩তম স্থান থেকে তাঁর উত্থান বেশ লক্ষ্যনীয়৷ বের্ডিচের অর্জন ৩,৮৪৫ পয়েন্ট৷

তবে এপর্যন্ত যেই গ্র্যান্ড স্লাম ভাগ্য জোটেনি নাদালের সেটি হলো ইউএস ওপেন৷ আর সেটির জন্য লড়তে যাচ্ছেন নাদাল মাত্র দু'মাস পরেই৷ তবে ইউএস ওপেন নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে নারাজ নাদাল৷ কারণ ইউএস ওপেন নিয়ে ভেবে উইম্বলডন জয়ের আনন্দে কিছুমাত্র ব্যাঘাত ঘটাতে চান না৷ ক'টা দিন মাছ ধরে আর আনন্দ-ফূর্তি করে কাটাতে চান তিনি৷ তবে এতোটুকু বলেছেন যে, ‘‘ইউএস ওপেনে লড়াই এবং জয়ের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবো বটেই৷''

নাদাল আরো বলেন, এই জয় তাঁর পরবর্তী রণকৌশলে কোন পরিবর্তন ঘটাবে না৷ বরং এটি তাঁর অগ্রগতিকে আরো বেগবান করবে৷ তিনি বলেন, ‘‘আমি প্রতিটি সকালে উঠি, আরো অনুশীলন এবং উন্নতির প্রত্যাশা নিয়ে৷ আরো ভালো একটি খেলা উপহার দেওয়ার জন্য৷'' তবে নাদালের ভক্তরা একটু কষ্টে আছেন তাঁর ডান হাটুর সমস্যা নিয়ে৷ কারণ আগামী ক'টা দিন এই হাটুর থেরাপির জন্য বিশ্রামে থাকতে হচ্ছে এই স্প্যানিশ তারকাকে৷ ফলে ফ্রান্সের বিরুদ্ধে স্প্যানিশ ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে থাকছেন না নাদাল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ