1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের সম্মানজনক স্কোর

২০ মার্চ ২০১০

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকরা আট উইকেটে ৩৩০ রানের মোটামুটি একটা সম্মানজনক স্কোর দাঁড় করাতে পেরেছে৷

https://p.dw.com/p/MYBK
তামিম ইকবাল (ফাইল ফটো)ছবি: AP

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালে টসে জিতে প্রথম টেস্টের মত এবার আর ভুল করেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান৷

দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর মাঠে নেমে ঝড় তোলেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল৷ মাত্র ৩৪ বলে অর্ধশত রান করেন তামিম, যার মধ্যে চার ছিল ৯টি৷ এরপর ৭১ বলে ৮৫ রান করে দলীয় ১১৯ রানের মাথায় আউট হন তামিম৷ তবে তাঁর আউটটি ছিল বিতর্কিত, কারণ জেমস ট্রেডওয়েলের করা মিড-স্ট্যাম্পের ওপর বলটি তামিম সুইপ করলে বলটি তাঁর গ্লাভস ছুঁয়ে লেগ-স্ট্যাম্পের পাশ দিয়ে বেরিয়ে গেলে উইকেটরক্ষক ঝাঁপিয়ে পড়ে তা লুফে নেন৷ তবে টেলিভিশন রিপ্লেতেও নিশ্চিত হওয়া যায়নি বলটি আসলেই তামিমের গ্লাভসে লেগেছে কি না৷

এদিকে জীবনের প্রথম টেস্ট খেলতে নামা জহুরুল ইসলামকেও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয়েছে৷ গ্রায়েমে সোয়ানের বলটি জহুরুল রক্ষণাত্মক ভঙ্গীতে খেললেও ব্যাটকে ফাঁকি দিয়ে তা আঘাত হানে প্যাডে৷ আর এতেই আঙ্গুল তুলে বসেন আম্পায়ার৷ পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বলটি বেরিয়ে যাচ্ছিল লেগ-স্ট্যাম্পের বাইরে দিয়ে৷

বাংলাদেশের অন্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ১০৬ বলে করেন ৫৯ রান, যার মধ্যে চার রয়েছে ৯টি৷ এটি তাঁর টেস্ট জীবনের চতুর্থ অর্ধ-শতক৷ অন্যদিকে, অধিনায়ক সাকিব মাত্র এক রানের জন্য বঞ্চিত হন অর্ধ-শতক থেকে৷

প্রথম দিন শেষে উইকেটে আছেন নাইম ইসলাম৷ তিনি এখন পর্যন্ত ৯১ বলে করেছেন ৩৩ রান৷ অপর ব্যাটসম্যান শফিউল ইসলাম অপরাজিত রয়েছেন ৮ রানে৷

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩ উইকেট নেন গ্রায়েম সোয়ান, ৯৪ রানে৷ ট্রেডওয়েল ৮৫ রানে নেন ২ উইকেট৷

চট্টগ্রাম টেস্ট জিতে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে৷

প্রতিবেদক: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়