1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় বিভাগের দলের কাছে হারলো বড় তিন দল

২৩ ডিসেম্বর ২০১০

জার্মান কাপের খেলায় বুন্ডেসলিগার তিনটি দলই হেরে গেছে দ্বিতীয় বিভাগের দলগুলোর কাছে৷ তবে বায়ার্ন মিউনিখ ঠিকই জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে৷

https://p.dw.com/p/zobB
বায়ার্নের জালে স্টুটগার্টের গোলছবি: AP

বুধবারের খেলায় হেরে যাওয়া ফেভারিট দলগুলো হলো ফোল্ফসবুর্গ, ফ্র্যাংকফুর্ট এবং কোলন৷ নিজেদের স্টেডিয়ামে এনারগি কোটবাসের কাছে ইংলিশ কোচ স্টিভ ম্যাকলারেনের দল হেরেছে ৩-১ গোলে৷ একইভাবে নিজেদের স্টেডিয়ামে ডুইসবুর্গের কাছে ২-১ গোলে হেরে গেছে কোলন৷ অপর ম্যাচে টাইব্রেকারে ফ্রাংকফুর্ট হেরেছে আলমেনিয়া আখেনের কাছে৷ নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়৷ অতিরিক্ত সময়ে দুই দলই গোল করে বসলে ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারেই শেষ হয়৷ টাইব্রেকারের ফলাফল আখেন ৫ ফ্রাংকফুর্ট ৪৷

এদিকে স্টুটগার্টের বিপক্ষে দারুণভাবে জয় পেল বায়ার্ন মিউনিখ৷ গত রোববার বুন্ডেসলিগার ম্যাচে স্টুটগার্ডকে ৫-৩ গোলে হারিয়েছিল লুইস ফান গালের দল৷ বুধবার জার্মান লিগের ম্যাচেও শুরুতেই দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন৷ ওটি এবং গোমেজ প্রথম আট মিনিটেই গোল করেন৷ তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সেগুলো শোধ করে দেয় স্টুটগার্ট৷ দ্বিতীয়ার্ধের শুরুতে ক্লোসে গোল করে আবারও বায়ার্নকে এগিয়ে নেন৷ ৭৪ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে সমতা আনার সুযোগ পায় স্টুটগার্ট৷ কিন্তু পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন ইয়র্গ বুট৷ তবে তিন মিনিট পরেই সমতা আনেন ডেলপিয়েরে৷ ৮১ মিনিটের সময় বায়ার্নের থমাস ম্যুলার আবারও দলকে এগিয়ে নেন৷ পাচ মিনিট পর ক্লোসে গোল করলে ম্যাচটি চলে যায় বায়ার্নের হাতে৷ ইনজুরি সময়ে রিবেরির গোল স্টুটগার্টের দুঃখ আরও বাড়িয়ে তোলে৷ কারণ দ্বিতীয়ার্ধের মধ্যেই তাদের দুই খেলোয়াড় লাল কার্ড দেখে বহিষ্কৃত হয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক