1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধরিত্রী বাঁচাতে নোবেল বিজয়ীদের বৈঠকে ভিক্টোরিয়া

১৮ মে ২০১১

ধরিত্রী বাঁচাতে এগিয়ে এলেন ২০ জন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব এবং সুইডিশ রাজকুমারী ভিক্টোরিয়া৷ স্টকহোমে ‘বিশ্বের স্থায়িত্বের জন্য হুমকি জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য’ শীর্ষক বৈঠকে নিজেদের ঐকমত্য প্রকাশ করলেন তাঁরা৷

https://p.dw.com/p/11IaY
Crown princess Victoria of Sweden celebrates her 30th birthday at the Royal Castle in Stockholm, 14 July 2007. EPA/Leif R Jansson *** SWEDEN OUT *** +++(c) dpa - Report+++
সুইডিশ রাজকুমারী ভিক্টোরিয়াছবি: PA/dpa

জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীকে এবং বিশেষ করে বিশ্ব নেতাদের শক্ত পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করতে ২০০৭ সাল থেকে জোরেশোরে প্রচেষ্টা চালাচ্ছে স্টকহোম৷ ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন থেকে ইতিবাচক সিদ্ধান্ত ও ঐকমত্যের জন্যও প্রক্রিয়া শুরু করেছেন বিজ্ঞানীরা৷ তারই অংশ হিসেবে রয়াল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং জার্মানির পটসডাম ইন্সটিটিউট অফ ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ যৌথভাবে আয়োজন করল বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক৷

সেখানে ২০ জন নোবেল বিজয়ী বিজ্ঞানীসহ ৫০ জন বিভিন্ন পর্যায়ের স্বনামধন্য ব্যক্তিত্ব হাজির হন৷ উপস্থিত ছিলেন প্রিন্সেস ভিক্টোরিয়াও৷ তিনি আহ্বান জানালেন, জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে থাকা ভবিষ্যৎ প্রজন্মের ‘৯১১ কোড নম্বরে' সাড়া দিতে৷ সবচেয়ে জরুরি সেবার জন্য দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে ৯১১ কোড৷ এখন পরিবেশবিদরা ধরিত্রী বাঁচাতে ভবিষ্যৎ প্রজন্মের জরুরি ডাককে সেই ৯১১ কোড দিয়ে আখ্যায়িত করছেন৷

এছাড়া মঙ্গলবারের বৈঠকে আয়োজন করা হয় রূপক দেওয়ানি আদালত৷ সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে মানবজাতিকে আসামি এবং ধরিত্রীকে বাদী হিসেবে হাজির করা হয়৷ সেখানে ধরিত্রী এবং মানবজাতির মধ্যে সম্পর্কের অবনতির জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে৷ এই আদালতের শুনানি এবং বিজ্ঞানীদের আলোচনার প্রেক্ষিতে ‘স্টকহোম স্মারকলিপি' প্রকাশ করা হবে৷

নোবেল বিজয়ী বিজ্ঞানীদের স্বাক্ষরিত এই স্মারকলিপি জাতিসংঘ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে৷ ১৯৯২ সালে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনের ধারাবাহিকতায় ২০১২ সালে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সম্মেলন৷ সেটির জন্য এখন আলোচ্যসূচি তৈরি করছে জাতিসংঘ৷ সেখানে স্টকহোম বৈঠকের সুপারিশমালা প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য