1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মঘটে অচল গ্রিস, উদ্ধার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইইউ

১০ ফেব্রুয়ারি ২০১০

অত্যধিক ঋণ ও বাজেট ঘাটতি মোকাবিলায় সরকারের কৃচ্ছতা পরিকল্পনার প্রতিবাদে বুধবার ধর্মঘটে অচল হয়ে পড়ে গ্রিস৷

https://p.dw.com/p/LyGp
গ্রিক অর্থনীতির সংকটে হুমকির মুখে ইউরোছবি: DW-TV

কয়েকশ বিমানের ফ্লাইট বাতিল হয়েছে, বন্ধ বহু সরকারি অফিস, স্কুল ও জনসেবা৷ রাজপথে বিক্ষোভে উত্তাল শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ পুলিশের৷ ওদিকে, সংকট কাটাতে জরুরি উদ্ধার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইইউ৷

গ্রিসের বেসামরিক বিমান চলাচল কর্মীরা মঙ্গলবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করলে প্রায় ৩৫০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়ে যায়৷ এছাড়া সীমান্ত অঞ্চলে কৃষি শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিঘ্নিত হচ্ছে পণ্য পরিবহন৷ অনেকগুলো শ্রমিক ইউনিয়নের একসঙ্গে ডাকা এই ধর্মঘটে প্রধান প্রধান নগর বন্দরসহ দেশের নানা প্রান্তে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ নানা জনসেবা কার্যক্রম প্রায় অচল হয়ে যায়৷

রাজধানী এথেন্সের নগরকেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে৷ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে পুলিশ৷ গ্রিসের সরকারি চাকুরেদের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন ‘এদেদি'র এই বিক্ষোভ মিছিলে যোগ দেয় প্রায় ৫,০০০ এর মতো শ্রমিক৷

Athen Griechenland Streik
ধর্মঘটে অচল হয়ে পড়ে গ্রিসছবি: AP

শ্রমিক ইউনিয়নটির প্রেসিডেন্ট স্পাইরোস পাপাসপিরোস বলেছেন, ‘‘আমরা নতুন আরেকটি ধর্মঘটের দিকে এগিয়ে যাচ্ছি৷ বিদেশি শত্রুরা গ্রিকদের জীবনমান নামিয়ে দেওয়ার চেষ্টা করছে৷'' সরকার কৃচ্ছতা নীতি নিয়ে এগোলে জোরদার আন্দোলনের হুমকি দিয়ে তিনি বলেন, ‘‘আমরা স্টিমরোলার নীতির বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও বেগবান করবো৷''

মাত্রাতিরিক্ত ঋণ এবং বাজেট ঘাটতি মোকাবিলা করতে না পারায় গ্রিসের অর্থনীতি এখন চরম দুর্দশায়৷ দেশের শেয়ার বাজার সূচকের লাগাতার অধোগতির পাশাপাশি গ্রিসের এই সংকটে হুমকির মুখে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর মানও৷ ২০০৯ সালে গ্রিসের বাজেট ঘাটতি ছিল ১২ দশমিক ৭ শতাংশ৷ ইইউ দেশগুলোর সরকার এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো এই ঘাটতি ২০১২ সালের মধ্যে ৩ শতাংশের নীচে নামিয়ে আনার জন্য চাপ দিচ্ছে৷

ঘরে বাইরে চাপের মুখে প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও সরকারি খরচ কমিয়ে এনে ঘাটতি মোকাবিলায় একটি কৃচ্ছতা পরিকল্পনা ঘোষণা করেন৷ এতে বিভিন্ন পর্যায়ে সরকারি চাকুরেদের বেতন স্থগিত করা এবং বোনোস কমানোসহ, বহু সরকারি স্কুল ও হাসপাতাল এবং কর ও স্থানীয় সরকার দপ্তর বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে৷ চারবছর মেয়াদি এই কৃচ্ছতা পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে ৬১ থেকে বাড়িয়ে ৬৩ বছর এবং আগাম অবসর নিষিদ্ধ করতে চায় সরকার৷ একইসঙ্গে জ্বালানি, তামাক এবং মদিরার ওপরও উচ্চহারে কর আরোপ করেছে সরকার৷

পরিস্থিতি সামাল দিতে ইইউ দেশগুলোর সহায়তা নিয়ে আলাপ করতে বুধবার ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে প্যারিসে বৈঠক করছেন প্রধানমন্ত্রী পাপান্দ্রেও৷ সেখান থেকে ব্রাসেলসে যাবেন তিনি৷

ওদিকে, গ্রিক সংকটে সহায়তা করতে ১৬ জাতি ইউরো জোনের অর্থমন্ত্রীরা ব্রাসেলসে বিশেষ বৈঠকে বসছেন বুধবার৷ একই লক্ষ্যে ২৭ জাতি ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার সেখানে একটি জরুরি বৈঠকে মিলিত হবেন৷

ওয়াল স্ট্রিট জার্নাল ইউরোপ এক প্রতিবেদনে জানিয়েছে, সংকট থেকে উদ্ধার করতে গ্রিসের ঋণের বিপরীতে ইইউ'র একটি নিশ্চয়তা তহবিল গড়ে তোলার নেতৃত্ব দিতে পারে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক