1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘ধর্মের ভুল ব্যাখ্যার কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে''

৫ আগস্ট ২০১৬

জঙ্গিবাদ প্রসারে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে নানারকম প্রতিক্রিয়া জানিয়েছেন ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতার অনুসারীরা৷

https://p.dw.com/p/1Jc8o
ঢাকায় জঙ্গি হামলা
ছবি: Getty Images/M. H. Opu

সানি আহমেদ লিখেছেন, ‘‘যারা ভুল পথে যাচ্ছে তাদের ফিরিয়ে আনতে টিভি, ইন্টারনেট বড় ভূমিকা রাখতে পারে৷'' তিনি বলেন, ‘‘ধর্মের ভুল ব্যাখ্যার কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে৷ ভুল ব্যাখ্যাটা হচ্ছে এরকম - ইসলামি রাষ্ট্র মানেই আইএস৷''

ডয়চে ভেলে বাংলার ‘আলাপ' পাতার এবারের বিষয় সোশ্যাল মিডিয়া৷ এই বিষয়ে উপর প্রকাশিত ‘গণমাধ্যমের ওপর পাঠকের প্রভাব', ‘যেভাবে গণমানুষের মাধ্যম হয়ে উঠলো ফেসবুক', ‘জঙ্গি তৎপরতা রোধে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর যা করা উচিত', ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে অপরাধ' সহ অন্যান্য প্রতিবেদন পছন্দ করেছেন ফেসবুক বন্ধু ফয়সাল আহমেদ শিপন৷ মোঃ মাসুদ পারভেজ, কৃতিকা রায় এবং মোঃ মজিদও শিপনের সাথে একমত প্রকাশ করেছেন৷

পাঠক আমিনুল ইসলামের মতে, সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে ‘ফেসবুক' হচ্ছে জ্ঞান অর্জনের সেরা মাধ্যম৷ বন্ধু কাজি মিশনেরও কিন্তু ফেসবুক ছাড়া চলেনা৷ তিনিও ‘ফেসবুক' রোগে আক্রান্ত বলে জানিয়েছেন৷ তাঁর এ কথায় সায় দিয়েছেন মো. রায়হান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান