1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধুম-তিনে আমীর খান, সাজতে পারেন ভিলেন সর্দার

১৪ আগস্ট ২০১০

গব্বর সিং কিংবা মোগাম্বোর পর এবার দুষ্টু লোকের তালিকায় নাম তুলতে চললেন তাহলে আমাদের আমীর খান! তেমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে দিগন্তে৷

https://p.dw.com/p/OnVx
ভিলেন হতে আমীর কি রাজি হবেন?ছবি: AP

আমীর কি রাজি হবেন? রাজি হলে কী হবে? রাজি হলে কেন হবেন? না হলে কেন হবেন না? আদিত্য চোপড়া তো আমীরের বন্ধু মানুষ৷ তাঁর অনুরোধ কি আমীর ফেলতে পারবেন? আমীর রাজি হলে, আর কোন কথা নেই, মোগাম্বো বা গব্বরের পরেই শোনা যাবে আমাদের আমীরের নাম৷ কারণ?

আরে, কারণ তো সাফসুতরো দেখা যাচ্ছে৷ আদিত্য ধুমধাম করে ধুম - থ্রি তৈরি করবেন বলে বাজারে ঢ্যাঁড়া পেটানো কবে হয়ে গেছে৷ এবার নতুন চমক, সেই ধুম তিনের ভিলেন মানে দুষ্টু লোকের ভূমিকায় আদিত্য আমীরকে চান৷

তা, তেমন হলে হৈচৈ পড়ে যাবে৷ কারণ, এমনিতেই আমীর মানেই ‘একটু সরে দাঁড়ান দাদা' গোছের কারবার৷ মানে, আমীর তো যেমন তেমন হিরো নন, যাকে বলে জাত অভিনেতা এবং আমীরের সব চরিত্রই বেছে বেছে৷ তো, এই আমীর আজ পর্যন্ত বাজে লোকের ভূমিকায় মুখ দেখান নি৷ কিন্তু যদি ধুম-এর মত সফল সিকোয়েলে আমীর বাজে লোক হয়ে পর্দায় পড়েন, তাহলে হটকেকের চেয়েও হটেস্ট হয়ে যাবে সেই ছবি৷ আর সেই চরিত্র আবারও বাজারে মিথ তৈরি করবে৷ তাই....

Szene aus dem Film Peepli Live
আপাতত পিপলি লাইভ নিয়ে ব্যস্ত আমীরছবি: Aamir Khan Productions

তাই আশায় বাঁচে চাষা৷ তবে কিনা আমীর আপাতত পিপলি লাইভ নিয়ে দুনিয়া জুড়ে চক্বর খেতে ব্যস্ত৷ ছবি সবে ভারতে পর্দায় পড়েছে, প্রথমদিনের রিপোর্ট বলছে ফাটাফাটি ব্যাপার৷ কোথায় যেন চলচ্চিত্র উত্সবে সে ছবি সেরার শিরোপাও পেয়ে বসে আছে৷ বছরের সেরা হিট কিনা তাই নিয়ে শুরু হয়েছে চুলছেঁড়া গবেষণা৷ আমীর এখন পিপলি লাইভের লং লাইফ নিয়ে ব্যস্ত৷ সেসেব চুকেবুকে গেলেই আমীরের বসার কথা আদিত্য চোপড়ার সঙ্গে৷ শোনা যাচ্ছে, স্ক্রিপ্ট পছন্দ হলে খানসাহেব হ্যাঁ বলেও দিতে পারেন৷

আর হ্যাঁ হলে...ওফফ! ভাবা যাচ্ছে না! শোলেতে ‘কিতনে গোলি হ্যায় রে কালিয়া'-এর গব্বর সিং, থুড়ি আমজাদ খান কিংবা মিস্টার ইন্ডিয়ার ‘মোগাম্বো খুশ হুয়া'-র অমরিশ পুরির পর তাহলে আরও একটা মারমার কাটকাট ভিলেনের সন্ধান মিলবে৷

কিন্তু শেষে সেই ভিলেনই আবার না হিরো হয়ে যায়! তাহলে কিন্তু ধুম-এর কপালে ধুমধাম জুটবে আরও বেশিমাত্রায়৷

দেখা যাক শেষমেস কী হয়!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য