1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধূমপান নিষিদ্ধ হতে যাচ্ছে সবচেয়ে বড় বিয়ার উৎসবে

৭ জুলাই ২০১০

বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসব অক্টোবরফেস্ট৷ জার্মানির মিউনিখে হয় তা৷ তবে এই উৎসবে নিষিদ্ধ হতে যাচ্ছে ধূমপান৷

https://p.dw.com/p/OCDE
Oktoberfest in Munich
এমন দৃশ্য আর দেখা যাবে নাছবি: picture-alliance/dpa

বিয়ার আর সিগারেট৷ একটির নাম নিলে আরেকটি এমনিতেই চলে আসে৷ তাই বিয়ার উৎসব হবে আর ধূমপান করা যাবেনা, এটা কী ভাবা যায় ? কিন্তু সেরকমই হতে চলেছে৷ সম্প্রতি জার্মানির বাভারিয়াতে একটি গণভোট অনু্ষ্ঠিত হয়েছে৷ সেখানে ভোটাররা বাভারিয়ার সব রেঁস্তোরা, বার, ক্যাফে ও বিয়ার গার্ডেনে ধূমপান বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন৷ মোট ৬১ শতাংশ ভোট পড়ে পক্ষে৷ যাঁরা এই ভোট দিয়েছেন তাঁরা স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এমনটি করেছেন, বলে জানিয়েছেন৷ তবে যাঁরা বিপক্ষে ভোট দিয়েছেন তাঁদের কথা হলো, এটা যার যার পছন্দ৷ আর কারও পছন্দের উপর অন্যের হস্তক্ষেপ করা একদম ঠিক নয়৷

এর আগেও একবার বাভারিয়াতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল৷ সেটা ২০০৭ সালে৷ তবে এই সিদ্ধান্ত গ্রামাঞ্চলের ভোটারদের ক্ষুব্ধ করছে এটা মনে করে সরকার আবার সেটা থেকে সরে এসেছিল৷ কিন্তু এবার প্রতিবাদ জানায় বিভিন্ন ধূমপান বিরোধী গোষ্ঠী৷ তারা সরকারকে এটা নিয়ে একটা গণভোট আয়োজনের জন্য চাপ দেয়৷ আর এতে সমর্থন জানায় গ্রীন ও সামাজিক গণতন্ত্রী দল৷ এখন গণভোটে পক্ষভোট বেশি পড়ায় আগামী মাসের এক তারিখ থেকে আবার নিষিদ্ধ হতে যাচ্ছে ধূমপান৷

Flash-Galerie Oktoberfest 2009
বিশাল এই উৎসবে যোগ দিতে আসেন দেশ-বিদেশের মানুষছবি: AP

তবে অক্টোবরফেস্টে আসা অতিথিরা এবার শেষবারের মতো ধূমপান করতে পারবেন বলে আগেই ঘোষণা দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ৷ কারণ এবার পালিত হবে এই উৎসবের ২০০তম বার্ষিকী৷ তবে আগামী বছর থেকে আর ধূমপানের সুযোগ থাকছেনা৷ গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ৫৭ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন এই উৎসবে৷

মিউনিখ ছাড়াও বিশ্বের বিভিন্ন শহর অক্টোবরফেস্টের আয়োজন করে থাকে৷ ঐসব শহরে বসবাস করা জার্মান নাগরিকরাই সাধারণত মিউনিখের উৎসবের সঙ্গে একাত্বতাবোধ করে এই ধরণের আয়োজন করে থাকে৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ