1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধ্বংসের মধ্য থেকে সম্ভাবনার দ্বার খুলেছে মেরাপি

Debarati Guha১০ এপ্রিল ২০১১

বিশ্বের বিপদজনক আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি ইন্দোনেশিয়ার মেরাপি৷ গত বছর নভেম্বরে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত দৃষ্টি কাড়ে বিশ্ববাসীর৷ এতোদিনে স্বাভাবিক জীবনধারায় ফিরে আসতে শুরু করেছে ঐ অঞ্চলের মানুষ৷

https://p.dw.com/p/10qjH
মেরাপি দেখতে পর্যটকদের ভিড়ছবি: AP

এটা ছিল এই আগ্নেয়গিরির একশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত৷ সেই অগ্ন্যুৎপাতে ৩০০'র বেশি মানুষ মারা যান৷ ঘরহারা হন প্রায় চার লাখ মানুষ৷ যার প্রভাব পড়ে পাশ্ববর্তী শহরগুলোতেও৷ তবে মেরাপি আবার পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে৷

মেরাপি৷ ইন্দোনেশিয়ান ভাষায় শব্দটির অর্থ আগুনের পাহাড়৷ আর এই আগুনের পাহাড়টি ঘিরে গড়ে উঠেছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র৷ অপেক্ষাকৃত শীতল আবহাওয়া এবং গ্রামের নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য পর্যটকরা মূলত সেখানে যেতেন৷ কিন্তু গত বছরের অগ্ন্যুৎপাতের পর থেকে স্থানীয়রা খেয়াল করছেন তাঁদের বাড়িঘর এবং গোটা গ্রাম লাভার ছাই'এ ঢেকে গেছে৷

তবে স্থানীয় ট্যুর এবং ট্রাভেল কোম্পানিগুলো এই আগ্নেয়গিরিকে কেন্দ্র করেই বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন৷

ডিউই একজন নার্স৷ জাকার্তা থেকে অল্প কিছুদিনের জন্য এই এলাকা ভ্রমণে এসেছেন৷ বললেন, বাড়িঘরগুলো সব নষ্ট হয়ে গেছে৷ ঘরগুলোর কেবল নিচের অংশই দেখা যায়৷ গ্রামটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে৷ গাছগুলো সব পুড়ে গেছে৷ তবে এই পোড়াটা অন্যরকম, ঠিক আগুনে পুড়ে যাওয়ার মতো নয়৷ তিনি বলেন, এই বিপর্যয় আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির কাছে মানুষ কত ছোট৷

ইন্দোনেশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি'র ইডউইন ইসমেদি হিমনা বলেন, মেরাপির এই বিপর্যস্ত এলাকা ভ্রমণ করার জন্য অনেকেই আগ্রহী৷ সরকারিভাবে কোনো তথ্য-উপাত্ত না থাকলেও হিমনার মতে সেদেশের এবং আন্তর্জাতিক হাজার হাজার পর্যটক অগ্ন্যুৎপাতের পর মেরাপির অবস্থা দেখার জন্য এখানে আসছেন৷ তিনি বলেন, পর্যটকরা আসার কারণে স্থানীয়রা খুবই খুশি৷

হিমনা আরও বলেন, স্থানীয়রা মনে করছেন, পর্যটকরা আসায় তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন৷ তাঁদের কাছে পানীয়, টি-শার্ট বিক্রি করতে পারছেন৷ কিছু কিছু পর্যটক রাস্তার যানজট থেকে মুক্তি পাবার জন্য স্থানীয়দের কাছ থেকে মোটর সাইকেলও ভাড়া নিচ্ছেন৷এবং আরও যদি পর্যটক আসে স্থানীয়রা আরও খুশি৷

প্রায় ৪ লাখ মানুষ মেরাপির অগ্ন্যুৎপাতের পর আশ্রয়কেন্দ্রগুলোতে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়েছেন৷ তাঁরা এখন বাড়ি ফিরেছেন৷ অনেকেই ফিরে এসে দেখেছেন তাঁদের আর কিছুই নেই৷ কেবল ছাই এবং কাঁদার মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাঁদের গ্রামটি৷ সামাজিক তেমন নিরাপত্তা নেই৷ তারপরও মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: জাহিদুল হক