1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নড়েচড়ে বসছে দুর্নীতি দমন কমিশন

১৭ মে ২০১১

দেশের সর্বোচ্চ আদালত ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করায় আত্মস্বীকৃত দুর্নীতিবাজের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক৷ চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতিবাজরা কোন অনুকম্পা পেতে পারেনা৷

https://p.dw.com/p/11HSY
***Für mögliche Ergänzungen der Karte, wie z.B. andere Sprachen, zusätzliche Orte oder Markierungskreuz, wenden Sie sich bitte an infografik@dw-world.de (-2566), Außerhalb der Bürozeiten an bilder@dw-world.de (-2555).*** DW-Grafik: Per Sander 2011_03_10_Laender_Prio_A_B

ট্রুথ কমিশন'এর মোট ৪৯১ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ অনুকম্পার জন্য আবেদন করছিল৷ তাদের মধ্যে ৪৫২ জন জরিমানা দিয়ে মার্জনা পায়৷ বাকিরা ট্রুথ কমিশনে আবেদন করেও গড় হাজির ছিলেন৷ তাদের সবার বিরুদ্ধেই এখন নতুন করে তদন্তের কথা বলেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান৷

তিনি জানান, দুর্নীতিবাজকে তিনি কখনোই শক্তিশালী মনে করেন না৷ এই তদন্ত তারা কোনভাবে বন্ধ করতে পারবেনা৷ তাদের যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন৷

গোলাম রহমান বলেন, তবে আইনের ফাঁক-ফোঁকরের কারণে কখনো কখনো তারা তদন্ত এবং বিচার নিয়ে সময় ক্ষেপণ করতে পারে৷ তবে যদি তারা বেঁচে থাকে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে৷

দুদক চেয়ারম্যান জানান, এর আগেও আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কমিশন তদন্ত শুরু করেছিল৷ কিন্তু হাইকোর্টে রিটের কারণে তদন্ত আটকে গিয়েছিল৷ তবে এখন সর্বোচ্চ আদালতের রায়ে তদন্তে কোন বাধা রইল না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক