1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুনদিল্লিতে রেডিও এশিয়া-২০১০ সম্মেলন

২৩ ফেব্রুয়ারি ২০১০

সোমবার থেকে নতুনদিল্লিতে চলেছে তিনদিনের রেডিও এশিয়া-২০১০ সম্মেলন৷ অন্যতম আয়োজক এশিয়া প্যাশিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন সংক্ষেপে (এবিইউ)৷ যোগ দিয়েছে ডয়চে ভেলে সহ বিশ্বের প্রথম সারির বেতার সংস্থাগুলি৷

https://p.dw.com/p/M8uW
ডিজিটাল বেতার প্রচার ছাড়া রেডিও’কে বাঁচিয়ে রাখা মুশকিলছবি: Daniel Hierschler

বেতার অনুষ্ঠানের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে কীভাবে এর গুণগত ও প্রযুক্তিগত মান বাড়ানো যায়, সেটাই ছিল উদ্বোধনী অধিবেশনের বিষয়৷

রেডিওর দিন কী শেষ হয়ে আসছে অন্যান্য অত্যাধুনিক ইলেকট্রনিক্স প্রচার উপকরণের দাপটে৷ রেডিও এশিয়া ২০১০ সম্মেলনের প্রথমদিনের অধিবেশনে বক্তাদের উত্তর ছিল, না৷ তবে বেতার প্রচার যে নানা চ্যালেঞ্জের মুখে, সে বিষয়ে সন্দেহ নেই৷ বেতার অনুষ্ঠানের জনপ্রিয়তা ধরে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ৷ সেজন্য জরুরি , অনুষ্ঠানের গুণগত ও প্রযুক্তিগত মান বাড়ানো৷ তার একটা উপায়, বেতার প্রচারকে ডিজিটাল করা৷ যদিও সেটা, বলা বাহুল্য, খরচ সাপেক্ষ৷

মালেশিয়া বেতার সংস্থা এ এম পি রেডিও নেটওয়ার্কের জেনারেল ম্যানেজার কুদশিয়া কাহার ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে বললেন, রেডিওর জনপ্রিয়তা ধরে রাখতে গেলে তরুণ প্রজন্মের লাইফ স্টাইলের কথা মাথায় রাখতে হবে৷ দ্রুত বদলাচ্ছে তাঁদের জীবনযাত্রা৷ আজকের তরুণ প্রজন্ম তথ্য ও বিনোদনের জন্য আর ইন্টারনেটের মত একাধিক উপকরণ ব্যবহারের পক্ষপাতী নয়৷ তাঁরা চায় আই-ফোনের মত একটি যন্ত্রে সবকিছু পেতে৷

বেতার প্রচারকে ডিজিটাল করার বিষয়ে কুদশিয়া বলেন, ডিজিটালাইজেশন উন্নত দেশগুলিতে যতটা সহজে হয়েছে, বিকাশমুখী দেশগুলিতে তা হয়নি৷ ডিজিটাল বেতার প্রচার বাজার নির্ভর, সব দেশে যেটা এক নয়৷ দ্বিতীয়ত, ডিজিটাল বেতার প্রচার যথেষ্ট খরচ সাপেক্ষ৷ তাই অনেক দেশে তা আটকে আছে আর্থিক কারণে৷ খুব বেশি হলে সরকার অবকাঠামোগত সহায়তা দিতে পারে মাত্র বেসরকারি বেতার সংস্থাগুলিকে৷

উদ্বোধনী ভাষণে এশিয়া প্যাশিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের অস্থায়ী সেক্রেটারি জেনারেল ডেভিড অ্যাস্টলে বলেন ভারতে রেডিও ইনডাষ্ট্রি নিয়ে নানা কাজকর্ম চলছে বলে দিল্লিকেই এবছর রেডিও এশিয়ার জন্য বেছে নেওয়া হয়েছে৷ জার্মানি থেকে এসেছে এক বড় প্রতিনিধিদল৷ তারমধ্যে আছেন ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রাহাম লুকাস৷ যোগদানকারী অন্যান্য দেশের বেতার প্রতিষ্ঠানগুলির মধ্যে আছে, বিবিসি, রেডিও জাপান, অল ইন্ডিয়া রেডিও, রেডিও নেদারল্যান্ডস, রেডিও ইন্দোনেশিয়া, মালেশিয়া, ইরান, সিঙ্গাপুর, শ্রীলংকা, নেপাল ৷

প্রতিবেদক : অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক